বাংলাদেশের সংবিধান কি আসমানী কিতাব??

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ২৪ আগস্ট, ২০১৩, ০৭:২৩:৪৪ সন্ধ্যা

কে.এম.হাসান সাহেবকে চারদলীয় জোটের আমলে,তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে চেয়ে ছিলেন খালেদা জিয়া।

কিন্তু সাড়ে এগার দলের মহা!জোটের নেত্রী? জাতির? বোন শেখ হাসিনা মানলেন না।

কেন মানলেন না?

মানলেন না এই কারনে যে,কে.এম.হাসান সাহেব নাকি বিএনপি পন্থী ছিলেন!

কোন আমলে নাকি হাসান সাহেব বিএনপির রাজনীতির সাথে জরিত ছিলেন।তাই হাসান সাহেব কে জাতির বোন শেখ হাসিনা কেয়ারটেকার সরকার প্রধান মানতে নারাজ ছিলেন।

শেখ হাসিনার সন্ধেহ করছিলেন যে,হাসান সাহেব যদি কেয়ারটেকার সরকারের প্রধান হোন তাহলে উনি বিএমপির কথা মতো কাজ করবে?

আর বিএনপির কথা মতো কাজ করলে আওয়ামীলীগ তো নির্বাচনে জিতার প্রশ্নই উঠে না! তাই জেনে শুনে তো আর জাতির বোন শেখ হাসিনা নিজের পায়ে কুড়াল মারতে পারেন না!!

তাই চিরচেনা ''মানি না'' শব্দটি উনার পবিত্র? মুখ থেকে উচ্ছারিত হল।

তার পরের কাহিনী আমরার সবারই জানা।

আসল কথায় আসি!

আসল কথা হল,কোন কালে কে.এম.হাসান বিএনপির রাজনীতির সাথে জরিত ছিল বলে,হাসিনা বুবু উনাকে কেয়ারটেকার সরকার প্রধান মানছিলেন না।

কিন্তু দুঃখের বিষয়,২০১৩তে আওয়ামী পন্থী কোন বিচারক নয়,আওয়ামীলীগের প্রধান ও প্রধানমন্ত্রী থাকা সত্যে ও হাসিনা নিজেই নির্বাচনকালিন সরকার প্রধান হিসাবে ঘোষনা দিচ্ছেন!!

কি আজব ব্যাপারে বাবা! নিজের বেলায় সব জায়েজ? অন্যের বেলায় না-জায়েজ!

হাসিনা নির্বাচনকালিন সরকারে প্রধান হিসাবে নিজেকে জায়েজ করার জন্য সংবিধানের কথা বলছেন।উনি আর বলছেন যে ,সংবিধান বিরোধী কোন কাজ করতে পারবেন না।

তাই কোন অনির্বাচিত লোকের হাতে নির্বাচনকালিন সরকারের দায়িত্ব দিবেন না?

আমার জানতে ইচ্ছে করে,বাংলাদেশের সংবিধান কি কোন আসমানি কিতাব? যা কিনা বদল করতে পারব না!

মানুষের বানানু সংবিধান,মানুষের জন্য যদি হয়ে থাকে। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধন করে আবার তত্তাবধায়ক সরকার চালু করতে সমস্যা কোথায়?তাহলে তো দেশে যে অশান্তি বিরাজ করছে নির্বাচন কালি সরকার নিয়ে তা বিনা রক্ততেই সমাধান হয়ে যায়।

জাতির বোন! সংবিধান বদল করা যায়না বলে ও তো আপনি জনগন থেকে পার পাবেন না!

কারন,কদিন আগে ও বাংলার আমজনতা থেকে শুরু করে সুশীলসমাজের লোকদের বৃদ্ধা আংগুলি দেখিয়ে,নিজেদের স্বার্থে বাংলার সংবিধান খানা নিজেদের মত করে সংশোধন করেছেন।কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য সংবিধান সংশোধন করতে আপনার অযু ছোটে যায়? কিন্তু কেন?

বিষয়: রাজনীতি

১৬৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File