জাগো ভাই খালিদ
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ২২ আগস্ট, ২০১৩, ০৩:২৯:১২ দুপুর
খালিদ! খালিদ! নবীর প্রেমিক
জেগে উঠহে আজ,
কৌম যে তোমার দুর্গম পথে
ইহুদি খ্রিষ্টান ভূবনের রাজ!!
তুমি নেই তোমার মতো কোন ভাই
কে করবে ওদের আঘাত?
সোয়াশ কোটি মুসলিম আছেরে ভূবনে
তবু ও যে পৃথিবী চাদঁবিহীন এক তিমির রাত।
খালিদ!খালিদ! জাগো হে আজ
হাতে নিয়ে তলোয়ার,
শ্রেষ্ঠ জাতি মুসলিম রেখে
খ্রিষ্টান ইহুদি পৃথিবীর ভারঁ।
হুংকারে তোমার যারা পালাতো
জুলফিকারে দ্বিকন্ড করত যাদের শির,
তুমিহীন ভবে ঐ নগ্ন জাতি
বিশ্বে গড়েছে অস্ত্রের নীড়??
শুন ভাই খালিদ কৌম যে তোমার
কত বড় ভীতুর ষাড়!
বীরের জাতি মুসলিম হয়ে
হিম্মৎ খোঁজে ইহুদি দ্বার।
বিষয়: আন্তর্জাতিক
৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন