অভিযান
লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ১১ আগস্ট, ২০১৩, ১১:৩৪:৫৬ রাত
পৃথিবীর চারদিকে তাওহীদি পতাকা
উড়াবো, আজ মোরা উড়াবো,
মোরা বিপ্লবী জনতা চালাবো
তাগুতি শক্তি লয় করিবো।
মোরা বীর মুসলিম আল্লাহর সৈনিক
সত্যের তরে আজ লড়বো,
সব কুফুরের যুলুমবাজী
করবো অসান করবো।
ভেদাভেদ ভুলে যাবো সব মোরা ভাই ভাই
থাকবেনা কোন আর দ্বন্দ,
দেখ দেখ চেয়ে দেখ,আলোহীন দুনিয়ায়
মানুষ কেমন ভাই অন্ধ।
আয় বীর আয়রে দ্বীন আজ চায় খুন
কে বলেরে নেই মোদের শক্তি,
অস্ত্র নয় শুধু আজানের শুরেই
ধ্বংস হয়েছে কতো রাজপ্রাসাদ মর্তি।
মোরা বীর মুসলিম যুলুমের অবসানে
চালাবো অভিযান নিত্য,
আইন ছাড়া মালিকের দুনিয়ার বুকে
আসবেনা শান্তি ইহাই চিরসত্য।
বিষয়: সাহিত্য
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন