ওয়েডিং ফটোগ্রাফি

লিখেছেন লিখেছেন সাফওয়ান ০৩ মার্চ, ২০১৪, ০৭:৪২:৪০ সন্ধ্যা

বোনেরা 'ওয়েডিং ফটোগ্রাফি' টাইপের পেইজগুলোতে যত কম ঘুরঘুর করবেন, আপনাদের মানসিক ও আত্মিক স্বাস্থ্য ততই ভালো থাকবে। ভাইদের তো ওইসব এলাকায় যাওয়া নিষিদ্ধ, তারপরেও গেলে, বোঝাপড়াটা আল্লাহর সাথেই করবেন Happy

হে আমার বোন, নিজেকে প্রদর্শিত করার, লোকজনকে নিজের সৌন্দর্যে মুগ্ধ করাতে যেই আয়োজন তা রীতিমত অন্যায়। আপনার সৌন্দর্য কেবলই আপনার স্বামী জন্যই আয়োজিত হওয়া উচিত।

তাছাড়া, অর্থনৈতিক মন্দা সবখানে। ওয়েডিং ফটোগ্রাফির জন্য যে আয়োজন -- শাড়ি, গহনা, বিউটি-পার্লার, ফটোগ্রাফার এনে আপনার এই আয়োজনটা 'স্মৃতি' ধরে রাখার নামে অর্থের যথেচ্ছা ব্যবহার নয় কি? আপনি বরং অপচয় না করে এই সমাজের হাজার হাজার অভাবী মানুষের কারো জীবনকে সুন্দর করতে সাদাকাহ করে দিন। আল্লাহ আপনার এবং আপনার দাম্পত্য জীবনকে কল্যাণে ভরে দিবেন ইনশা আল্লাহ।

* *



কীরে! এখনো বিয়ে করিস নি কেন? দ্বীনদার মেয়ে খুঁজে পাস নি?

- একটা পেয়েছিলাম।

- বিয়ে করলি না কেন?

- সেও তো একটা দ্বীনদার ছেলে খুঁজছিল!!

এমন কথোপকথন তো আজকাল অনেকেরই জীবনের বাস্তবতা। এরকম যেন না হয়। আল্লাহ আমাদের আত্মার সাথী হিসেবে যাদের নির্ধারণ করে রেখেছেন, তাদের সাথে যেন তাড়াতাড়ি মিলিয়ে দেন।

[ কথোপকথনটি সংগৃহীত]

* *

সত্যিকারের শক্তিশালী পুরুষেরা জানে কীভাবে গাইর মাহরাম নারী থেকে দৃষ্টিকে অবনত করতে হয়।

বিষয়: বিবিধ

৮৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

186227
০৩ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
186257
০৩ মার্চ ২০১৪ রাত ০৯:৩৪
হতভাগা লিখেছেন : অরন্যে রোদন
186800
০৪ মার্চ ২০১৪ রাত ০৮:৩১
সজল আহমেদ লিখেছেন : শুকরিয়া।
186974
০৫ মার্চ ২০১৪ রাত ০৩:১৭
ভিশু লিখেছেন : খুব ভালো বলেছেন...Happy Good Luck
Praying Praying Praying
Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File