ইজ্জত যাওয়ার ভয় ছিলো
লিখেছেন লিখেছেন সাফওয়ান ২৭ আগস্ট, ২০১৩, ০৬:০১:৪৬ সন্ধ্যা
(১)
'বয়স তখন ছিলো সতের তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম
মাথার ভিতর ছিলো এলভিস প্রেসলি, খাতার ভেতর তোমার নাম
ম্যারিয়েন... ম্যারি ম্যারি এন... ম্যারি এন ম্যারি... '
গানখানা কানে ভাসিতেছে। তোহ?? আমি স্যরি। আমি আসলে কোন ম্যারিয়েনকে কুনুদিন দেখি নাই। কারণ, রিকসায় কইরা ম্যারিয়েন যাবে আর ড্যাব ড্যাব কইরা চাইয়া থাকবো -- সেই সাহস হয় নাই। মেয়েদের দিকে তাকানো ঠিক না এইটা জানতাম ছোটকাল থিকাই।
খাতার ভিতরে কারো নাম লেখবো, আর সেই খাতা কেউ দেইখা ফেললে স্রেফ ইজ্জত চইলা যাওয়ার ভয় ছিলো। পড়াশোনা করতাম ভালো রেজাল্ট করতাম কি এত্তো সহজে ইজ্জত বিলায়া দিতে? এমন কাজ কেন করবো যার কারণে চোর চোর ভাব নিয়া কারো নাম লেখতে হবে খাতায়?
সুতরাং, স্বপ্ন দেখার ব্যারাম যেই বয়সে ছিলো, তখনও মাথায় নাম থাকলেও খাতা পরিচ্ছন্ন ছিলো। সেইখানে রবীন্দ্র কবিতা ছিলো বড়জোর... তাও যখন দেখলাম, "আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো" টাইপের কথা কয় তখন মিজাজ খ্রাপ লাগছিলো। একটা মেয়েকে পাইলেই আর কিছু ক্যান চাবো না? আমি দুনিয়ায় কিছু পাইতে চাই, পাইলে খুশি হবই, কিন্তু আমি জান্নাত পাইলেই কেবল গাইবো, -- "আর কিছু নাহি চাই গো।"
সেইদিন হইতে ঠিক করিয়াছি,
কাজী সাহেবের সাথে রিপিট করা আকাঙ্খিত মধুর শব্দ পড়িয়া, রেজিস্ট্রি খাতাতেই নামখানা লিখিলে তবেই সাধারণ জীবনের খসড়া খাতার ভিতরে কাহারো নাম আসিবার অনুমুতি পাইবে। হেহ হেহ... তাই আমি খুবই তাড়াতাড়ি সেই দিনখানা আসিবার অপেক্ষায় আছি।
-- জনৈক অবিবাহিত ও বিবাহসম্ভাবনাময় ভাই
(২)
সেইদিন এমনিতেই ফাজলামি করে গুণ গুণ করতেসিলাম,
-- 'আমি কার জন্য পথ চেয়ে রবো। আমার কী দায় পড়েছে।'
পাশ থেকে বন্ধুজন বলে উঠলো,
-- 'তুই এইটা গাইতেছিস কেন, এইটা তো মেয়েরা গায়।'
'অ্যাঁঅ্যাঁঅ্যাঁহহহহ !! এমন একটা ভাব, যেন বিয়া কেবল সেই কন্যার হবে, আমার হবেনা। যত্তসব আজাইরা কনসেপ্ট।'
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন