ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের টাকা ব্যয় করা হয়েছে শাহবাগের আন্দোলনের পিছনে !! প্রতি জেলায় কাওয়ালি গানের আসর।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ আগস্ট, ২০১৩, ০৬:০৪:০৪ সন্ধ্যা

দেশের ৪০ হাজার মসজিদের ইমামদের প্রাপ্য টাকা না দিয়ে যা হচ্ছে তার নমুনা দেখুন - এটা মনে হয় ডিজিটাল তেলেসমাতি।

হয়ত অবাক লাগবে এই কি শুনছি ? কিন্তু কোনো গল্প নয় বাস্তব চিত্র।

ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, শিক্ষক প্রশিক্ষণ ভাতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গিবাদ দমনের অর্থ, এশিয়া ফাউন্ডেশনের বরাদ্দ সবই ব্যয় হচ্ছে যতসব আজগুবি অনুষ্ঠানে। আর এসব অনুষ্ঠানে বাধ্যতামূলক দর্শক-স্রোতা হচ্ছেন বঞ্চিত ইমামরাই। দেশের ৪০ হাজার মসজিদের ইমামদের প্রাপ্য অর্থ তাদের না দিয়ে ব্যয় করা হচ্ছে সভা-সমাবেশ ও কাওয়ালি গানের আসরে ।

# ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের টাকা ব্যয় করা হয়েছে শাহবাগ আন্দোলনের সমর্থনে সমাবেশ করে। গত ২৭ এবং ২৮শে ফেব্রুয়ারি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের অর্থ ব্যয়ে দেশের ৬৪টি জেলায় একযোগে শাহবাগ আন্দোলনের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়।

# জাতীয় শোক দিবসের নাম দিয়ে প্রতি জেলায় কাওয়ালি গানের আসর বসানো হয়।

#স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গিবাদ দমনে ইমামদের জন্য প্রদত্ত ১০ কোটি টাকা ব্যয় হয়েছে আলোচনা সভা ও ভূরিভোজ করে।

সূত্র - দৈনিক মানবজমিন (২৭ আগস্ট ২০১৩)

লিংক - http://www.mzamin.com/details.php?nid=Njg0OTI=&ty=MA==&s=MTg=&c=MQ==

বিষয়: বিবিধ

২৪৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File