এক ফোঁটা অশ্রু
লিখেছেন লিখেছেন ফেনল ২০ আগস্ট, ২০১৩, ১০:৫০:৪১ রাত
ঐ আকাশকে যখন বলেছি
তোমাকে ভালবাসি,
সে মেঘে মেঘে গিয়েছে ঢেকে
আকাশ তার এতটুকু নীল আমাকে দেয়নি ।
ঐ সবুজে ঢাকা সুউচ্চ পাহাড়কে যখন বলেছি
তোমাকে ভালবাসি,
সে যেন বললো -
আমার মাঝেতো ভালবাসার স্থান নেই ।
সমুদ্রের নীল জলরাশিকে যখন বললাম
তোমাকে ভালবাসি,
সে যেন তার গর্জনে আমাকে জানিয়ে দিল
ভালবাসার বন্ধনে আমাকে জড়িওনা
এর অপর নামতো দু:খ ।
কিন্তু দু:খকে যখন বললাম
তোমাকে ভালবাসি,
সে আমাকে ফিরিয়ে দিল, ' না ' ।
বরং উপহার দিল
এক ফোঁটা অশ্রু ।
বিষয়: সাহিত্য
১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন