অণু ছড়া
লিখেছেন লিখেছেন ফেনল ১৮ আগস্ট, ২০১৩, ০৮:৪৪:৩৬ রাত
চাদের থালায় খাব আমি
সূর্যতে যাব ডুবে,
আকাশ পথে হেটে যাব
আমার নিজের স্বর্গে।
দই দিয়ে মিষ্টি খাব
খাব নিমের পাতা
ইচ্ছে মত দেশ খাব
দিবে না কেউ বাধা।
বিষয়: সাহিত্য
১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন