কেন ??
লিখেছেন লিখেছেন এম এইচ রাসেল ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩৪:৪৩ রাত
কেন?
'বিভীষিকার ওই
কালো থাবায়
জর্জরিত হয়
ছাত্রসমাজ!'
কেন?
'প্রতিবাদী সব বজ্রকণ্ঠ রুদ্ধ করে হায়েনারা
আজ!'
কেন?
'নিরস্ত্র ঐ ছাত্রভাইয়ের রক্তে রাঙ্গে ভার্সিটি,'
কেন?
'সন্ত্রাসীদের বর্বরতায়
আজ কলংকীত হয়
রাজনীতি!'
কেন?
'বিদ্যাপীঠে তালা ঝুলিয়ে রুখে দেয়া হয়
আলোর পথ,'
কেন?
'অন্ধকারের আগ্রাসনে রক্তাক্ত হয়
ন্যায়ের শপথ!'
তাই,
'খোদার তরে
এই ফরিয়াদ!
গুড়িয়ে দাও প্রভূ
জুলুমের রাজ!!'
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন