দেশ আজ কোন দিকে এগুচ্ছে?

লিখেছেন লিখেছেন এম এইচ রাসেল ১৮ জানুয়ারি, ২০১৪, ০১:৪৯:১৪ দুপুর

-লিখেছেনঃ এম এ আলিম

আমাদের স্বাধীন বাংলাদেশ আজকে সখুনের হাতে জিম্মি!!

আমি আর আপনি কি জানি এই সখুনরা দেশটাকে কার স্টাইলে পরিচালনা করে কোন দিকে নিতে চায়??

আমার মনে হয় দেশ আজকে সেই স্বৈরাশাসক হুসনি মোবারক স্টাইলে চালাতে চাচ্ছে!!

যেই তাদের বিপক্ষে অবস্থান নিবে তাদের কন্ঠ রোদ করে দেবে।

তারা চাইবে দেশে শুধু একক ভাবে তাদের প্রভাব বিস্তার করতে।

ইসলাম পক্ষের যেকোনো শক্তিকে তারা সবাই মিলে চাইবে ধমিয়ে রাকতে।

কেননা ইসলাম বিপক্ষের সকল শক্তি-ই সবসময় ঐক্য বদ্ধ।

আজকে সময় এসেছে ইসলাম পক্ষের সকল শক্তিকে ঐক্য

বদ্ধ হয়ে; স্বৈরাশাসকের বিরুধ্যে আন্দোলন গড়ে তুলে

তাদেরকে এ দেশ থেকে বিতাড়ীত করার।

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163902
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০২
প্রিন্সিপাল লিখেছেন : আমার মনে হয় দেশ আজকে সেই স্বৈরাশাসক হুসনি মোবারক স্টাইলে চালাতে চাচ্ছে!!

না ভাই! হুসনি মোবারকের বিরোধী দল ছিল, আমার দেশে তা নেই।
শুধুই তিনি, শুধুই তিনি, শুধুই তিনি।
শুধুই
শুধুই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File