মানুষের ভাষার মত দুর্বোধ্য পৃথিবীতে আর কিছু নেই।

লিখেছেন লিখেছেন জাতগোক্ষুর ২৮ জুলাই, ২০১৪, ০১:০৯:৫৯ রাত

মানুষ যে শব্দটি সবচেয়ে বেশী উচ্চারণ করে এর নাম ভালোবাসা।

ভালোবাসা মানেই হল মৃত্যু, হত্যা এবং প্রতিপক্ষের উচ্ছেদসাধন।

মানুষ কোন অবস্থাতেই ঠিক শব্দটি উচ্চারণ করে না। তারা

প্রতিহিংসাকে লুকিয়ে রাখতে 'প্রেম' শব্দটি ব্যবহার করে। প্রেম

মানেই হলো গুপ্ত হত্যার আয়োজন।

আমাকে কবি হতে হলে মানুষের ভাষা বুঝতে হবে বৈকি!

আমি কি জানতাম প্রিয়জনের উচ্চারিত 'প্রিয়তম' শব্দের মানে হল

'শুয়োরের বাচ্চা'?

আমাকে শিখতে হবে।

যেমন আমি একদা বৃক্ষের আওয়াজ থেকে অর্থ বের করে নিতাম।

নদীর কাছ থেকে রপ্ত করেছিলাম তরঙ্গের ভাষা।

আমি গোখরো সাপের হিসহিসানির মধ্যেও কোন জটিলতা দেখি না।

কিন্তু মানুষ যখন রাজনীতি, মানবকল্যাণ ও গণতন্ত্রের কথা বলে

তখন যেন মনে হয় একটা আস্ত দেশকে কতিপয় গূঢ়ার্থবাদী পিশাচ

ছারখার করে দিচ্ছে?

মানুষের ভাষার মত দুর্বোধ্য পৃথিবীতে আর কিছু নেই।

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248954
২৮ জুলাই ২০১৪ রাত ০২:৫১
বাজলবী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ ঈদ মোবারক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File