যুবকদের রাজনীতি ----- ।।
লিখেছেন লিখেছেন জাতগোক্ষুর ২৮ আগস্ট, ২০১৩, ১২:০৮:২৭ রাত
যুবকদের রাজনীতি ----- (পুরো কবিতাটা আছে)।।
চাকুরীর বিড়ম্বনা অভাবের যন্ত্রণা
বেকারত্বের সীল পিঠে,
সমাজের মাথা যারা সুযোগ বুঝে তারা
বেকারদের কাঁধে চেপে উঠে ।।
রাজনীতির সুতোয় নাচা,নেতাদের কথায় বাঁচা
চলে এলে লেখাপড়া ছাড়ি,
এখন তুমি রেসের ঘোড়া,পেলে কালো টাকার তোড়া
বিবেকের সাথে দিলে আড়ি ।।
অস্রের মহড়ায় রাতদিন পাহারায়
নেতাদের হলে বডিগার্ড,
তোমার ইচ্ছে গুলো শিকলে আটকে গেল
ভাঙ্গল বুকের নাইস হার্ট ।।
কোন এক পথের বাঁকে দেখা প্রেমিকার সাথে
কেঁদে উঠে বিরহী মন ,
হলে তার চক্ষুসূল জীবনের সব ভুল
ছিড়ে গেল প্রেমের বাঁধন ।।
সততার বিসর্জন নেতাদের সেই গর্জন
দুর্নীতির আড়তের মেলা,
রাজনীতির আরোহণ ক্ষমতার সিংহাসন
পুরোটাই দাবার গুটির খেলা ।।
বোনের রেশমি চুড়ি ভাইয়ের নাটাই ঘুড়ি
ভুলে গেলে বাবা মার স্নেহ ,
আজ তোমার অনেক টাকা আসলে সবি ফাঁকা
আপনজন না থাকলে কেহ ।।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন