ম্যাডামের 'মার্চ ফর ডেমক্রেসি' কি হবে?? =======================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৪ ডিসেম্বর, ২০১৩, ১০:০৩:৪৯ রাত
গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপনি কোথায়??
এখানে কোন নিরপেক্ষতার সুযোগ নেই, খুবই ক্লিয়ার কথা হয় এদিকে না হয় স্বাধীনতার বিরুদ্ধে।
ক্ষমতায় থাকা বা যাবার জন্য নয় বরং গণতন্ত্র, মানবাধিকার রক্ষার সংগ্রামের ডাক দিয়েছে ম্যাডাম। আমি মনে করি আলীগের একটি বড় অংশই এটার পক্ষে থাকবে......
কিন্তু শেখ হাসিনা এবং তার সহযোগীরা কি করতে পারে??
১। শুক্রবার থেকে যানবাহন বন্ধ করে দিতে পারে।
২। ম্যাডামকে গ্রেফতার করা হতে পারে।
৩। ১৪৪ ধারা বা সর্বোচ্চ কারফিউ দেয়া হতে পারে।
৪। ঢাকার হোটেল সহ বিভিন্ন বাড়ীতে চিরুনি অভিযান হতে পারে
৫। ঢাকার সমস্থ প্রবেশমুখ সহ সব কিছুতে আলীগ এবং বাহিনীগুলি চেকপয়েন্ট বসাতে পারে।
আবার এই গুলির কোনটাই নাও হতে পারে, যদি সুমতি হয় শেখ হাসিনার। কিন্তু এটা কি হবে???
গত পাঁচ বছর লীগের কর্মকান্ডে শেখ হাসিনার পরিবর্তন হবার কোন সম্ভাবনা নাই।
এই অবস্থায় এটাই জনতার শেষ সুযোগ আর যদি এই সুযোগ আমরা ভয়ে হাতছাড়া করি তাহলে শুধুই দাসত্ব আর কট্টর সমাজতন্ত্র.........
বিলিয়ন ডলারের প্রশ্নঃ
আবার পলাশী না আরেকটা একাত্তর......?????
জনতার বিজয় হবেই ইনশাআল্লাহ......
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন