এফবিসিসিআই সভাপতিঃ বিভ্রান্ত হবার সুযোগ নেই ===========================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৩ ডিসেম্বর, ২০১৩, ১০:১৯:৫৯ রাত
চলমান বাকশালীদের দ্বারা জোড় দখলকৃত ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিরুদ্ধে এফবিসিসিআই'র সভাপতি কাজী আকরামউদ্দিন কোমর বেধে মাঠে নেমেছে। তার কিছু কান্ড জানা দরকার.........
১। সরকারের প্রত্যক্ষ প্রভাবে সুশীল-লীগার আনিসুল হককে বে আইনি ভাবে হারানো হয়েছে, কারন এই ক্রাইসিসে সে আলীগকে বড় সার্ভিস দিতে পারবে।
২। কাজী আকরামউদ্দিন শেখ হাসিনার ঘনিষ্ট আত্মীয় এবং গোপালী, আর এই দুই পরিচয় থাকলে সেটাযে ভয়ংকর তা সবাই জানে।
৩। গনজাগরন মঞ্চের অন্যতম বড় ডোনার তিনি, যার জন্য এফবিসিসিআই'র মিটিঙে তোপের মুখে পড়েছিলেন।
৪। সাধারন ব্যবসায়ীদের ইন্টারনাল চাপে তিনি সংলাপ নিয়ে কথা বলতে তখনই রাজি হন, যখন লীগ থেকে যে নাটক সাজানো হচ্ছে তার ইঙ্গিত পান। তার পরে নাটকের একজন প্লেয়ার হিসাবে সেই ভূমিকায় অবতীর্ণ হন।
৫। তারই কলিগ এবং এফবিসিসিআই'র কিংবদন্তী নেতা আব্দুল আউয়াল মিন্টুকে গ্রেপ্তার করার পর তিনি ছাড়ানোর কোন কঠিন পদক্ষেপ নিন নি।
৬। আব্দুল আউয়াল মিন্টু গ্রেপ্তার হবার পর দিন তিনি হাসতে হাসতে আলীগের নির্বাচনী বোর্ডের মিটিঙে উপস্থিত হন এবং পুরা ১০ দিন সেটা নিয়ে ব্যস্ত থাকেন।
৭। আলীগের অনেক কিছুর হিসাব ধরে নেয়া যায় তার কাছে আছে।
৮। স্টান্ডার্ড গার্মেন্টস কারা পুড়িয়েছে অবশ্যই অন্য কেউ বিরোধীদল হতেই পারে না। কিন্তু হটাৎ করেই গতকাল থেকে চিল্লানো শুরু করলেন এই ব্যক্তি। তার ধান্দা কি বুঝছেন?
৯। তার সাথে আরেক আলীগের বড় ডোনার এবং গাজীপুর সিটি নির্বাচিনে কোটি টাকা খরচ করা আতিকুল মতিন ম্যাও ম্যাও শুরু করল।
১০। আজ আবার দালালীর নতুন সুর, সারা দেশ থেকে ব্যবসায়ীদের আনবে।
এই দালালদের থেকে দূরে থেকে সব ব্যবসায়ীরা অবিলম্বে দাবী তুলুন
১। এক দফা এক দাবী, হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনুন।
২। গার্মেন্টস শিল্পের অস্থিরতার মূল খেলোয়াড়দের অবিলম্বে বহিস্কার এবং গ্রেপ্তার চাই।
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন