কোকোঃ আওয়ামী বিনোদন, সাথে কিছু প্রশ্ন?

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৯ আগস্ট, ২০১৩, ০৮:০৮:৩৬ রাত

গ্রামদেশে একটা কথা প্রচলিত আছে “ঝাঝড় কয় সুঁই’র পাছায় ফুঁটা”

অর্থাৎ ঝাঝড়ের টোটালের সবই ফুঁটা থাকে কারন এটা দিয়ে মুড়ির বালি এবং পিঠার আটা বাছাইয়ের জন্য লাগে আর সুঁইয়ের পছনে একটাই ফুঁটা থাকে। তাই ঝাঝড় যখন সুঁই’র পাছায় ফুঁটা খুজে সবাইকে বলে তখন বড়ই বিনোদনের ঘটনা ঘটে।

গত দুইদিন বাংলাদেশের টিভি মিডিয়াতে আরাফাত রহমান কোকোর টাকা ফেরত এনেছে বলে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে। সরকার, একচোখা মিডিয়া এবং তার কেনা বা সুবিধাপ্রাপ্ত কথিত বুদ্ধিপ্রতিবন্ধীরা একযোগে হুক্কা হুয়া শুরু করেছে আর আমি ব্যাপক বিনোদিত হচ্ছি। যেকোন দূর্ণীতি, হত্যা, গুম এবং সহিংসতার বিপক্ষে আমার অবস্থান পরিষ্কার কিন্তু কিছু কথা থেকেই যায়। আপনি কোকো’র কথিত ৭ কোটি টাকার অর্থপাচার নিয়ে হৈচৈ করছেন আমি এটাতে সন্দেহ প্রকাশ করি কেন জানেন?

জাস্ট একটা টকশো নিয়ে বলি সেটা গত পরশু একাত্তুর মঞ্চে মাঞ্চায়িত হয়েছে,

আমি ডিটেইল দেখি নাই কিন্তু অতিথি তিন জনের প্রাথমিক কথা শুনলাম এখানে সব কিছু পরিষ্কার করব এই একটা টকশোর পরিচিতি দিয়ে

১। টেলিভিশনঃ একাত্তুর টিভি

মালিকঃ মোজাম্মেল বাবু, ইনভেস্টরঃ মেঘনা গ্রুপ ইনভেস্টঃ ১৫০ কোটি টাকা (ধারনাকৃত)

এই সরকারের আমলে একাত্তুর লাইসেন্স পায়। এই নামটা প্রথমে এ,বি,এম মুসা জমা দিয়ে লাইসেন্স চায় কিন্তু হাসিনা আপা সেটা দিবেন না বলে দিলেন। হটাৎ করে মোজাম্মেল বাবুকে সেই নামে লাইসেন্স দেন। তার দুই কি তিন দিন পরে RTVতে Road to Democracy প্রোগ্রাম হচ্ছিল যথারীতি মুসা সাহেব ক্ষোভ ঝাড়ছিলেন, বাবু ভাই বলেছিলেন যে “লাইসেন্স হচ্ছে একাত্তর মিডিয়ার নামে একাত্তর টিভি নামে আমি কোন ষ্টেশন করব না” কিন্তু কিছুদিন পরেই দেখা গেল মিডিয়ার সমস্থ নীতি, নৈতিকতা এবং কপি রাইট আইন ভং করে একাত্তর টিভির আগমন সাথে মেঘনা নদী গ্রাসকারী মেঘনা গ্রুপ। বুয়েটের ছাত্র বাবু ভাই কে একশে টিভি তে “একুশের রাত” করতে দেখা যেত ১/১১ সরকারের সময়। ছেড়া জুতা, দিন-রাত চোখ ঢুলু ঢুলু ভাবে থাকতেন। আ,লীগের সরকার গঠনের পর থেকেই আমরা অন্য বাবু ভাইকে দেখতে লাগলাম। বাংলার নাতি জয়ের সহযোগী চেহারায় চিকনাই ভাব, সারাদেশের ডিজিটালাইজেশনের সরকারী টেন্ডার পকেটে যাচ্ছে। এখন আমি প্রশ্ন করতেই পারি......

- কিভাবে এবং কোন নীতিতে বাবু ভাই লাইসেন্স পেল?

- ৫১% শেয়ারের মালিকানার টাকা কোথায় পেলবাবু ভাই?

- একাত্তুর নাম কোন কপিরাইট আইনে দেয়া যায়?

- মেঘনা গ্রুপের নদী দখল কিভাবে আরো বাড়ল?

২। টকশোতে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার শাহাবুদ্দিন, টি,আই,বির ইফতেখারুজ্জামান এবং বি,এন,পির মীর নাসির তো জানি বি,এন,পি নেতা কি বলবে?

কিন্তু টি,আই,বি নিয়ে কিছু প্রশ্ন করি...

-টি,আই,বি গত চারবছরের চলমান সুনির্দিষ্ট কোন দূর্নীতি নিয়ে কথা বলেছেন?

-তারা খাত অনুযায়ী প্রথাগত ইনডেক্স’র মাধ্যমে কিছু ধারনা দেন মজার বিষয় এখন নাকি সামগ্রিক দূর্ণীতি কমছে এটা কোন স্বার্থে?

- গত একবছরে তারা ব্যস্ত কয়েকটি বিষয়েঃ যেমন ১/১১’র সময় আর্মির দূর্নীতির চিত্র তুলা।

“গনজাগরন মঞ্চের” সাথে অংশগ্রহণ করা। আর তত্বাবধায়ক নিয়ে মতপ্রকাশ করে চুপথাকা।

ব্যাংক, বিদ্যুৎ, টেলিকম, শেয়ার মার্কেট, পদ্মা সেতু সহ দুর্ণিতির সুনির্দিষ্ট কোন কথা তাদের থেকে শুনবেন না। মজাই লাগে তাদের কথা শুনতে আর বিনোদন পাই।

৩। দুদুক কমিশনার শাহবুদ্দিন সাহেব তথ্য প্রমান দিলেন কোকোর বিষয়ে, আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমাদের আপনি বলেন যে,

- আপনি যে ষ্টেশনে বসে এটা বলছেন তার সম্পর্কে আপনার তথ্য কি?

- গত সাড়ে চার বছরে আপনারা একটা দূর্ণিতির কেস’র ফয়সালা করেছেন?

- ৭ কোটি টাকা নিয়ে হৈচৈ করেছেন কিন্তু হলমার্ক, বিসমিল্লাহ, শেয়ার মার্কেট এবং ব্যাংক’র লক্ষ কোটি টাকার দূর্ণীতির কোন কথা নাই কেন?

- আপনি কি আপনার সাংবিধানিক দায়িত্বের ভিতরে আছেন না সরকারের রাজনীতির বাস্তবায়নের সাথে আছেন?

স্যার এটাকি “ঝাঝড় কয় সুঁই’র পাছায় ফুঁটা” হয়ে গেল না?

সত্যজিত রায়ের “হিরক রাজার দেশে” যারা দেখছেন তারা বুঝবেন যে, আসলে সব কিছুই ভন্ডামি আর “অদ্ভুত ঊটের পিঠে চলছে স্বদেশ” আর আমরা পাবলিক হই ব্যাপক ভাবে প্রতারিত এবং বিনোদিত।

গরীবদেশে ফ্রি বিনোদনের জন্য ধন্যবাদ একাত্তর টিভিকে

গ্রামদেশে একটা কথা প্রচলিত আছে “ঝাঝড় কয় সুঁই’র পাছায় ফুঁটা”

অর্থাৎ ঝাঝড়ের টোটালের সবই ফুঁটা থাকে কারন এটা দিয়ে মুড়ির বালি এবং পিঠার আটা বাছাইয়ের জন্য লাগে আর সুঁইয়ের পছনে একটাই ফুঁটা থাকে। তাই ঝাঝড় যখন সুঁই’র পাছায় ফুঁটা খুজে সবাইকে বলে তখন বড়ই বিনোদনের ঘটনা ঘটে।

গত দুইদিন বাংলাদেশের টিভি মিডিয়াতে আরাফাত রহমান কোকোর টাকা ফেরত এনেছে বলে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে। সরকার, একচোখা মিডিয়া এবং তার কেনা বা সুবিধাপ্রাপ্ত কথিত বুদ্ধিপ্রতিবন্ধীরা একযোগে হুক্কা হুয়া শুরু করেছে আর আমি ব্যাপক বিনোদিত হচ্ছি। যেকোন দূর্ণীতি, হত্যা, গুম এবং সহিংসতার বিপক্ষে আমার অবস্থান পরিষ্কার কিন্তু কিছু কথা থেকেই যায়। আপনি কোকো’র কথিত ৭ কোটি টাকার অর্থপাচার নিয়ে হৈচৈ করছেন আমি এটাতে সন্দেহ প্রকাশ করি কেন জানেন?

জাস্ট একটা টকশো নিয়ে বলি সেটা গত পরশু একাত্তুর মঞ্চে মাঞ্চায়িত হয়েছে,

আমি ডিটেইল দেখি নাই কিন্তু অতিথি তিন জনের প্রাথমিক কথা শুনলাম এখানে সব কিছু পরিষ্কার করব এই একটা টকশোর পরিচিতি দিয়ে

১। টেলিভিশনঃ একাত্তুর টিভি

মালিকঃ মোজাম্মেল বাবু, ইনভেস্টরঃ মেঘনা গ্রুপ ইনভেস্টঃ ১৫০ কোটি টাকা (ধারনাকৃত)

এই সরকারের আমলে একাত্তুর লাইসেন্স পায়। এই নামটা প্রথমে এ,বি,এম মুসা জমা দিয়ে লাইসেন্স চায় কিন্তু হাসিনা আপা সেটা দিবেন না বলে দিলেন। হটাৎ করে মোজাম্মেল বাবুকে সেই নামে লাইসেন্স দেন। তার দুই কি তিন দিন পরে RTVতে Road to Democracy প্রোগ্রাম হচ্ছিল যথারীতি মুসা সাহেব ক্ষোভ ঝাড়ছিলেন, বাবু ভাই বলেছিলেন যে “লাইসেন্স হচ্ছে একাত্তর মিডিয়ার নামে একাত্তর টিভি নামে আমি কোন ষ্টেশন করব না” কিন্তু কিছুদিন পরেই দেখা গেল মিডিয়ার সমস্থ নীতি, নৈতিকতা এবং কপি রাইট আইন ভং করে একাত্তর টিভির আগমন সাথে মেঘনা নদী গ্রাসকারী মেঘনা গ্রুপ। বুয়েটের ছাত্র বাবু ভাই কে একশে টিভি তে “একুশের রাত” করতে দেখা যেত ১/১১ সরকারের সময়। ছেড়া জুতা, দিন-রাত চোখ ঢুলু ঢুলু ভাবে থাকতেন। আ,লীগের সরকার গঠনের পর থেকেই আমরা অন্য বাবু ভাইকে দেখতে লাগলাম। বাংলার নাতি জয়ের সহযোগী চেহারায় চিকনাই ভাব, সারাদেশের ডিজিটালাইজেশনের সরকারী টেন্ডার পকেটে যাচ্ছে। এখন আমি প্রশ্ন করতেই পারি......

- কিভাবে এবং কোন নীতিতে বাবু ভাই লাইসেন্স পেল?

- ৫১% শেয়ারের মালিকানার টাকা কোথায় পেলবাবু ভাই?

- একাত্তুর নাম কোন কপিরাইট আইনে দেয়া যায়?

- মেঘনা গ্রুপের নদী দখল কিভাবে আরো বাড়ল?

২। টকশোতে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার শাহাবুদ্দিন, টি,আই,বির ইফতেখারুজ্জামান এবং বি,এন,পির মীর নাসির তো জানি বি,এন,পি নেতা কি বলবে?

কিন্তু টি,আই,বি নিয়ে কিছু প্রশ্ন করি...

-টি,আই,বি গত চারবছরের চলমান সুনির্দিষ্ট কোন দূর্নীতি নিয়ে কথা বলেছেন?

-তারা খাত অনুযায়ী প্রথাগত ইনডেক্স’র মাধ্যমে কিছু ধারনা দেন মজার বিষয় এখন নাকি সামগ্রিক দূর্ণীতি কমছে এটা কোন স্বার্থে?

- গত একবছরে তারা ব্যস্ত কয়েকটি বিষয়েঃ যেমন ১/১১’র সময় আর্মির দূর্নীতির চিত্র তুলা।

“গনজাগরন মঞ্চের” সাথে অংশগ্রহণ করা। আর তত্বাবধায়ক নিয়ে মতপ্রকাশ করে চুপথাকা।

ব্যাংক, বিদ্যুৎ, টেলিকম, শেয়ার মার্কেট, পদ্মা সেতু সহ দুর্ণিতির সুনির্দিষ্ট কোন কথা তাদের থেকে শুনবেন না। মজাই লাগে তাদের কথা শুনতে আর বিনোদন পাই।

৩। দুদুক কমিশনার শাহবুদ্দিন সাহেব তথ্য প্রমান দিলেন কোকোর বিষয়ে, আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমাদের আপনি বলেন যে,

- আপনি যে ষ্টেশনে বসে এটা বলছেন তার সম্পর্কে আপনার তথ্য কি?

- গত সাড়ে চার বছরে আপনারা একটা দূর্ণিতির কেস’র ফয়সালা করেছেন?

- ৭ কোটি টাকা নিয়ে হৈচৈ করেছেন কিন্তু হলমার্ক, বিসমিল্লাহ, শেয়ার মার্কেট এবং ব্যাংক’র লক্ষ কোটি টাকার দূর্ণীতির কোন কথা নাই কেন?

- আপনি কি আপনার সাংবিধানিক দায়িত্বের ভিতরে আছেন না সরকারের রাজনীতির বাস্তবায়নের সাথে আছেন?

স্যার এটাকি “ঝাঝড় কয় সুঁই’র পাছায় ফুঁটা” হয়ে গেল না?

সত্যজিত রায়ের “হিরক রাজার দেশে” যারা দেখছেন তারা বুঝবেন যে, আসলে সব কিছুই ভন্ডামি আর “অদ্ভুত ঊটের পিঠে চলছে স্বদেশ” আর আমরা পাবলিক হই ব্যাপক ভাবে প্রতারিত এবং বিনোদিত।

গরীবদেশে ফ্রি বিনোদনের জন্য ধন্যবাদ একাত্তর টিভিকে

বিষয়: বিবিধ

১৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File