আ.লীগ সরকারকে ১২ জনের তথ্য দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ. . . . !.

লিখেছেন লিখেছেন খামচি বাবা ২৯ আগস্ট, ২০১৩, ০৮:৩৫:১৪ রাত

আ.লীগ সরকারকে ১২ জনের তথ্য দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার

ফেসবুক ব্যবহারকারী১২ জনেরবিষয়ে তথ্যচেয়ে বাংলাদেশ সরকারের আবেদন নাকচ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারকে তথ্য দিতে অস্বীকৃতি জানালেও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এ সামাজিক মাধ্যমটি যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের বহু ব্যবহারকারীর তথ্য সরবরাহ করেছে। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ সরকার ভিন্নমতের ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৭৪টি দেশের সরকার ৩৮ হাজার ফেসবুক ব্যবহারীদেরসম্পর্কে তথ্য চেয়ে অনুরোধ করে। সবচেয়ে বেশি অনুরোধ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সরকারও ফেসবুক কর্তৃপক্ষেরকাছেতথ্য চেয়ে অনুরোধ জানায়। সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিরও বেশি।

তবে বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি ফেসবুক। কেন সরকারের অনুরোধ নাকচ করা হলো সে বিষযে কোনো ব্যাখ্যাও দেয়নি বিশ্বের অন্যতম জনপ্রিয় এ গণমাধ্যমটি।

সমালোচকরা বলছেন, আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ ও তথ্য প্রযুক্তি খাতের কথা জোরেশোরে বললেও এক্ষেত্রে ভিন্নমতকে সহ্য করতে চাইছে না। তথ্যপ্রযুক্তি খাতের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য সম্প্রতি তথ্য প্রযুক্তি আইনের সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাস হয়েছে, যেখানে ‘ভুল ছবি ও তথ্য প্রকাশের’ জন্য ১৪ বছর পর্যন্ত সাজার বিধান রাখা হয়েছে।

বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে পাওয়া এ ধরনের অনুরোধ নিয়ে গতকাল ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এতে বাংলাদেশ সরকার কাদের সম্পর্কে তথ্য চেয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে বলা হয়ছে, যুক্তরাষ্ট্র, ভারত ও জার্মানিসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধ ৮০শতাংশ পূরণ করা হয়েছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে সবচেয়ে বেশি, প্রায় ২১ হাজার জনের তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র। এর ৭৯ শতাংশ পূরণ করেছেফেসবুক।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তাদের ৪১৪৪ জনের তথ্য চাওয়ার আবেদন ৫০ শতাংশ পূরণ করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্য ২৩৩৭ জন,ইটালি ২৩০৬ জন ও জার্মানি ২০৬৮ জনের তথ্য চেয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারফেসবুক, গুগলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যের ওপর নজরদারি করছে বলে সিআইএ’র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন তথ্য ফাঁস করে দেয়ার পর প্রথমবারের মতো এ প্রতিবেদন প্রকাশ করল ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তারা বিভিন্ন সরকারের কাছ থেকে তথ্য চেয়ে করা প্রতিটি অনুরোধ আলাদাভাবে পরীক্ষা করে দেখেছে এবং তথ্যপ্রকাশের ক্ষেত্রে দেশগুলোর আইনি বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নিয়েছে।

সূত্র আমার দেশ

http://www. facebook.com /muhammad. saiful.568

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File