দুই গ্যাজেল এর কান্ড Rolling on the Floor

লিখেছেন লিখেছেন আজকের জোকস্ ১৯ জুলাই, ২০১৩, ০৮:৪৪:৪৯ রাত

পুরান ঢাকার বদ্দুপারার দুই গাঁজাখোর

যথারীতি গাঁজা খেয়ে দুপুর বেলা বাড়ি ফিরছে -

হঠাৎ ওঁরা খেয়াল করলো যে রোদে একটা

মসজিদ পুরে যাচ্ছে এই দেখে এক গাঁজাখোর বলল -

ওই দোস, দেখ দেখ খোঁদার ঘর মসজিদ,

আহ্ রৈদের মধ্যে পুঁইরা যাইতাছে,

আয় মসজিদটারে ঠেইলা ছায়ায় লইয়া যাই,

সোয়াব অইব ।

অপরজন বলল, হ, দোস আয় দুনিয়ায় কত পাপ করলাম ,

একটু নেকি কামাই !

আর কি দুই বন্ধু মিলে মসজিদ ঠেলা শুরু করে দিলো ।

দেয়ালে দু হাত দিয়ে দুই গ্যাঁজেল ঠেলছে আর ঘামাচ্ছে ।

আর মুখে বলছে , আর একটু দোস-আর একটু দে .........

এইভাবে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলে

সূর্য হেলে রোদ সরে যায় ।

তখন মাথা তুলে বেশ আনন্দে

এক গ্যাজেল কে আরেক গ্যাজেল বলছে,

দেখ দেখ দোস মসজিদটারে ছায়ায় লইয়া আইছি ।

আর ঠেলিচ না , চল অহন বাড়ি যাই !!!!!!!!!!!!! Thumbs Up

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File