পুরান ঢাকার চাপাকটেরু
লিখেছেন লিখেছেন আজকের জোকস্ ১৯ জুলাই, ২০১৩, ১১:১৫:৩২ সকাল
পুরান ঢাকার এক ঐতিহ্যবাহী সিনেমা হল ছিল
সাবিস্তান নামে আরমানিটোলা অঞ্চলে ।
সেখানকার এক টিকেট ব্ল্যাকার
যার নাম ছিল চাপাকটেরু (অর্থাৎ চাপা ট্যারা ) ।
একদিন সে যথারীতি টিকেট বিক্রি করছে ;
আয় ফাসকেলাস, ফাসকেলাস, আয় সেকেন কেলাস !
এক টিকেট ক্রেতা জিজ্ঞেস করল ;
আব্বে চাপাকটেরু, ফাসকেলাস কত ?
চাপাকটেরু; দশ টেকা !
ক্রেতা ; আব্বে হালায় পাঁচ টেকার টিকেট দশ টেকা চাস ?
এক ঘুসা দিয়া চাপা সিদা কইরা দিমু ! ছয় টেকায় দিবি ?
চাপাকটেরু; দে ভাই দে ,
তরে একশ টেকা দিমু যদি ঘুসা দিয়া আমার চাপা সিদা কইরা দিতে পারস ।
কত হাজার টেকা-পয়সা খরচ করছি
মাগার পারলাম না আর তুই
এক ঘুসাতেই সিদা কইরা দিবি ? দে ভাই দে !!!!!!!!
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন