স্মৃতি বিজডীত ভালবাসা

লিখেছেন লিখেছেন rubelkhan38 ১৯ জুলাই, ২০১৩, ০১:১৭:২৭ রাত

কেন জানি না আজ এত,, বেশী মনে পরছে তোমায়,

আনন্দ গুলো উড় মেঘের ডানায় ভেসে গেছে শূন্য হয়ে যায়নি হৃদয়, বাসা বেঁধেছে কষ্টের দল ।

হয়তো এ মন পোড়াবে । কাঁদাবে আমায় , তবুও তোমায় ভুলতে দেবে না ।

কি অদ্ভুত তুমি বদলে গেছ তাই স্মৃতি গুলোও তোমার মত বদলে গেছে

আনন্দ আর স্বপ্ন থেকে যন্ত্রণা হয়ে গেছে ।

তবুও জানি না কেন তোমায় ভালোবাসি আর কেনই বা কষ্টের শেষ দারপ্রান্তে নিয়ে যাই নিজেকে ।

জানিই তো তুমি বুঝবে না , ভুল করেও আর ভাববে না আমায়, .........

বিষয়: সাহিত্য

১০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File