ধানের শীষ বনাম গমের শীষ !

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ১৯ জুলাই, ২০১৩, ১২:৫৯:৪৭ রাত

সরকারের কুটকৌশলে জম্ম নিল বি এন এফ। নতুন এই দলটাকে জম্ম দেয়া হয়েছে শুধুই বিভ্রান্তি সৃষ্টির জন্য। যারা ভাবছেন এই বি এন এফ দলটি বি এন পির কিছুই করতে পারবেনা তাঁরা মনে হয় ভুল করছেন। শুধু গঠণতন্ত্রে শহীদ জিয়ার আদর্শ নয় এদের মার্কা হচ্ছে গমের শীষ। এখন অবিকল ধানের শীষের মত করে একটা গমের শীষের লোগো ডিজাইন করা হবে যাতে পড়াশুনা না জানা লক্ষ ভোটার ধানের শীষ আর গমের শীষ আলাদা করতে পারবেনা। ব্যালট পেপারে গমের শীষ ধানের শিষের আগে বসাতে পারলে বি এন পির বিশাল ভোট নষ্ট হবে।

এখন কেউ যদি সাম্পান মার্কা বা ডিন্গী মার্কা নিয়ে বাংলাদেশ আওয়ামি ফোরাম নামে কোন দলের নিবন্ধন চায় তা অনুমোদন পাবে তো? এরা আর কত নীচে নামবে?

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File