একজন ঐশী একজন ছাত্রী সংস্থার নারী আমাদের নষ্ট সমাজ কি বলে ?
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ৩০ আগস্ট, ২০১৩, ০৮:১৫:৪৫ সকাল
মনে আছে যখন ছাত্রী সংস্থার মহিলাদের আদালতে হাজির করা হল তাদের বোরখা টেনে হিঁচড়ে খুলে নেওয়া হয়েছিল ,
তারা আজও জানতে পারল না তাদের অপরাধ কোথায় ??
কিন্তু ঐশীর বেলায় দেখলাম ভিন্ন যখন সে ধরা পড়লো বোরখা তার পরনে বোরখা ছিল না কিন্তু যখন আদালতে গেল আমরা দেখলাম উনাকে বোরখা পরানো হয়েছে ,
কি বিচার আমাদের সমাজের ??
কি বৈষম্য আমাদের বিবেকের ??
তাহলে এই অন্যায় বিচার, বৈষম্য কি শুধু ভাল মানুষ গুলোর জন্য প্রযোজ্য !!
এখন আর ভাবতে ইচ্ছে করে না আমরা একটা স্বাধীন দেশের মানুষ !
এখন আর বলতে ইচ্ছে করে না ১০ মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি ।
ধিক !! ধিক!! ধিক!!
তাদের প্রতি যারা এই বাংলাদেশকে তাদের লোভের থাবায় রক্তাত করেছে ।
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন