চাঁদের আকাশের স্বপ্ন গুলো
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ২৪ আগস্ট, ২০১৩, ০৫:৪১:২৪ সকাল
চাঁদের আকাশের স্বপ্ন গুলো
দুঃস্বপ্ন হয়ে কড়া নাড়ে
ভোরের আকাশের সূর্যে যেন
গ্রহন লেগেছ ।।
ছন্দ ময় কবিতাগুলো
পড়তে আর ভাল লাগে না
ছন্দময়ী মানুষ গুলো দেখতে আর ভাল লাগে না
ভেবেছিলাম একসাথে চাঁদ দেখবো
ভেবেছিলাম জোছনা রাতে
হাতে হাত রেখে হাঁটবো
হবে না তা কখনো হবার নয় !
এখন যেন পৃথিবী ভরে গেছে অন্ধকারে
আর আমার যুদ্ধ করা হল না
আর স্বপ্ন দেখা হল না
চোখ বন্ধ হয়ে আসছে
আর পারছি না
আর হয়তো পারবো না !
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন