চাঁদের আকাশের স্বপ্ন গুলো

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ২৪ আগস্ট, ২০১৩, ০৫:৪১:২৪ সকাল

চাঁদের আকাশের স্বপ্ন গুলো

দুঃস্বপ্ন হয়ে কড়া নাড়ে

ভোরের আকাশের সূর্যে যেন

গ্রহন লেগেছ ।।

ছন্দ ময় কবিতাগুলো

পড়তে আর ভাল লাগে না

ছন্দময়ী মানুষ গুলো দেখতে আর ভাল লাগে না

ভেবেছিলাম একসাথে চাঁদ দেখবো

ভেবেছিলাম জোছনা রাতে

হাতে হাত রেখে হাঁটবো

হবে না তা কখনো হবার নয় !

এখন যেন পৃথিবী ভরে গেছে অন্ধকারে

আর আমার যুদ্ধ করা হল না

আর স্বপ্ন দেখা হল না

চোখ বন্ধ হয়ে আসছে

আর পারছি না

আর হয়তো পারবো না !



বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271438
০৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : প্রচন্ড কষ্ট পাচ্ছি আপনার কষ্ট দেখে।
274163
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৩২
কাঁচের বালি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File