বাবা ও কিছু না বলা কথা !!!
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ১৮ জুলাই, ২০১৩, ০৪:৫৪:৩৯ রাত
বাবা ও কিছু না বলা কথা !!!
আমাকে ক্ষমা করো বাবা ! কিছুই করতে পারলাম না তোমাদের জন্য । সব কিছু কেমন যেন হয়ে গেছে ।
নিজের ভেতরে এক ব্যর্থতার বোঝা চেপে আছে ! যা সপ্ন দেখেছিলাম তোমাদের কে নিয়ে অনেক অনেক বড় হব । নিজের যোগ্যতায় পৃথিবীর সব থেকে সুখী বাবা মা বানাবো তোমাদের কে । কিন্তু এই নির্মম পৃথিবী আমার সপ্নকে কেড়ে নিল । বড় হবার সপ্নে এখনও আমি বিভোর এখনও সপ্ন দেখি তোমাদের কে সব থেকে সুখি বাবা মা বানাবো... কোনদিন মুখ ফুটে বলতে পারিনি বাবা মা তোমাদের কে অনেক অনেক ভালবাসি । তোমাদের জন্য কিছু করে যেতে চাই .. জীবনে জানিনা পারবো কিনা তবুও এক বুক আশা বেঁধে আছি । প্রচণ্ড অপরাধবোধ কাজ করে ...নিজের মধ্যে । তাই শুধু বাবা দিবসের বিশেষ মুহূর্তে তোমাদের কথা খুব মনে পড়ছে । কারন তোমাদের কে সময় দেবার আমাদের খুব অল্প !
সুখে থাকুক ওরা সবাই ! ভালো রেখো প্রভু!! দুঃখটাকে ওদের কাছেনা ভিড়াইও কভু্ ।।
মহান আল্লাহ আমাকে জীবনের সবথেকে বড় উপহার দিয়েছে সেটা হোল তোমাদের মতো বাবা মা ।
সারা জীবন তোমরা ভালো থেকো ।
একজন ব্যর্থ সন্তানের কিছু কথা ......
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও যেন সব কষ্ট ভুলে নিজের সব জায়েয ও মোবাহ্ ইচ্ছাগুলো পুরণ করার যোগ্যতা সাহস সুযোগ ও তৌফিক দান করেন।
সমস্ত চিন্তা হতাশা নিরাশা দুখঃ কষ্ট কে যেন হাসি খুশি দিয়ে ভরে দেন। আমীন
মন্তব্য করতে লগইন করুন