ড্রোন বা চালকবিহীন বিমান নিয়ে ভারতের গর্ব এবং আমার কিছু কথা

লিখেছেন লিখেছেন কাজী শোভন ১২ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪১:৩৯ বিকাল

ভারত বাংলার আকাশে ড্রোন নামাবে।এদের বাড়াবাড়ি দেখে মনে হচ্ছে এরা জাপান,চীনের মত সমৃদ্ধশালী দেশ হিসেবে আত্নপ্রকাশ করে ফেলেছে।অথচ এখনও এদের দেশে মানুষ প্রতিনিয়ত না খেয়ে মারা যাচ্ছে।এখনও মানুষ ফুটপাতে,রেলস্টেশনে ঘুমাচ্ছে।তাছাড়া তাদের কিছু এলাকার অবস্হা বাংলাদেশের থেকেও করুণ।আর এখন তারা বাংলার আকাশে চালকবিহীন বিমান নামাবে বলে গর্ব করছে।নিজের দেশের মানুষের কথা যদি ভারত ভাবত তবে বাংলাদেশের পিছনে লাগার সময় পেতনা।

ভারতকে বলি বাংলাদেশের পিছনে লাগার চেষ্টাও করিও না।শহীদ তীতুমিরের মত বীর এখনো শেষ হয়ে যায় নাই যে ড্রোন নামায়া ভয় দেখাইবা।এটা শুধু আমার কথা আমি হাজারটা ড্রোনকে ভয় পাইনা।কিন্তু আমি জানি আমার এই কথাটাই বুক ফুলিয়ে বলতে পারবে বাংলাদেশের লাখো তরুণ।শুধু মুখে নয় করেও দেখাবে।

৭১ সালে শোষন নিপীড়নের জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল বাংলাদেশ।ভারত যদি তাদের অত্যাচার বন্ধ না করে তবে ভারতও একদিন ৭১ দেখবে।আর সেই একাত্তরে ছিন্নভিন্ন হয়ে যাবে ভারত।

বিষয়: বিবিধ

১৬৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File