সব মিছা কথা

লিখেছেন লিখেছেন কাজী শোভন ১৭ জুলাই, ২০১৩, ১১:০৬:২২ রাত

দুইটা গল্প বলি।যাকে নিয়া গল্প দুটি বলতেছি তার আসলে লজ্জা নাই।গল্প পইড়া লজ্জা পাইলে লেখক কোনভাবেই দায়ী নয়।

১.এক রাজা প্রতিদিন নিত্যনতুন পোশাক পড়ত।তিনি ঘোষনা দিলেন কেউ যদি নতুন কোন পোশাক বানিয়ে দিতে পারে তাহলে তাকে পুরুষ্কৃত করা হবে।তো একটা চালাক টাইপের ছেলে এসে রাজাকে বলল আমার কাছে অদৃশ্য জামা আছে।রাজাতো মহাখুশি।তিনি অদৃশ্য জামা পড়ে রাজ্যভ্রমণে বের হলেন।এক বাচ্চা ছেলে রাজাকে দেখে বলে ফেলল আরে রাজা ল্যাংটা কেন।তখন রাজার লোকজন বলে উঠল এটা নতুন পোশাক শুধু রাজারাই এটা পড়ে থাকে।কিন্তু তাতে কি প্রজাগন এরপর থেকে রাজারে ল্যাংটা রাজা বলেই চিনে।

২.তিনজন বন্ধু আড্ডা দিতেছিল।একজন বন্ধু স্পিড কিনে আনছিল।তো সেটা তিনজন ভাগ করে খেয়ে ফেলল।খালি বোতলে একজন আবার মূত্র বিসর্জন করে পাশেই রেখে দিল।এদিক দিয়ে তাদের আড্ডায় আরেকজন বন্ধু যোগ দিল।সে এসেই স্পিডের বোতলের মূত্র খেয়ে ফেলল(ভেবেছিল স্পিড খাচ্চে)।খাওয়ার পরে তার উক্তি 'কিরে স্পিড এইরকম কেন'।একজন বলে উঠল তুই মুত্র খাইছস।তখন সে বলল আরেনা এইটা স্পিড অন্যরকম স্বাদ।বন্ধুরাও তার কথায় তাল মিলায়া বলল হ্যা এইটা স্পিড।কিন্তু দুদিন পর ঘটনা জানাজানি হওয়ার পর ফ্রেন্ড সার্কেল ওরে মূতখোর বইলা ডাকা শুরু করল।ও যতই বলুক আমি স্পিড খাইছি মূতখোর নামটা সে ঘুচাইতে পারেনা।

গল্প দুইটা হাছিনারে উত্‍সর্গ করলাম।

বিষয়: Contest_mother

১৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File