বাংলার মানুষ চলো জাগি মোরা।
লিখেছেন লিখেছেন বাংলার খুদে মানুষ ২৪ জুলাই, ২০১৩, ০৩:০৮:৩৫ রাত
মোরা আর চাহিনা নব্য কোন শাসক-শোষকের দল,
যে করিবে আবার মোদের দেশকে মহা-চির রসাতল।
মোরা আর চাহিনা দেখীতে আবার দাম্ভিক-কোন চেলা,
শেষ হবে আজ মহা অভদ্রদের চির-বিতারনের পালা।
আর চাহিনা দেখিতে তখতে মহা বাচালের দল,
করে বাচলামি আর আনবে ভরিয়া মহা লজ্জার ঢল।
দেশ বিদেশে করছে মাতলামী খাজনা দিচ্ছি মোরা।
দেশের সম্মান বিকাইয়া আসিয়া খাচ্ছে মিডিয়ায় ধরা।
দেশে বা বিশ্বে প্রশ্নে আসিলে সম্মুখে মিথ্যা কথা বলে,
জনগনে তারা কাক ভাবে আর পেট ভরে পুরো ধনে।
এইবার মোরা উঠেছি জাগিয়া সারা বাংলার দল,
দেখিবো এবার কে আছে ঠেকায় কি আছে তাদের বল।
দেখিবো এবার কারা এদেশে বসায়েছে চোরের মেলা,
সে চেলাদের সাথে হইবে এবার মোদের যোদ্ধ খেলা।
যারা জমায়েছে এদেশে আজি চটি-শয়তানের ভীড়,
তাদেরই বুকে হানিবো আমরা বাংলা বাঁশের তীর।
ঠিক হতে হলে ঠিক হয়ে যাবি পাতি নেতাদের দল,
চাপাবাজি করে চলিতে চাহিলে দেখিবে ঘুসির বল।
ভাবিসনা আর থাকিতে পারিবে চোরাগুপ্তার মত লুকায়ে,
এখন হইতে মোরা সর্বদাই থাকিবো তোদের তুকায়ে।
যদি কখনো খুজে পেয়ে যাই, উলসের মত অছিস মিশে,
স্বরন রাখিস খুব বলিতেছি ভুল করিবো না দিতে পিশে।
মোরা রহিবো দাড়ায়ে দাড়ায়ে প্রতি্দিন প্রতি ক্ষনে,
পারলে উঠিস জাগিয়া তখন, যদি থাকে সাহস মনে।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ,
রক্ত দিয়েছে স্বাধীন করেছে করে যায়নি নিঃশেষ।
রক্ত তাদের কনা ফোটা কিন্তু যায়নি কদাচি মিলিয়া,
সেই রক্তই মোদের বুকে আজ উঠছে ফুলিয়া ফুলিয়া।
দল বল জাতি, সব জ্ঞ্যতি গোষ্টি সবাইকে বলিয়া যাই,
সৎ, সাহসী, শালীন, ভদ্র সুশীল সেবক চাই।
জিন্দাবাদ আর জয় জয় গানে যে জনের চাহিদা নাই,
দিন শেষে যাদের দিতে পারা যাবে হৃদ সম্মানে ঠাই।
দেশের সম্মানে, মোর সম্মানে যে করিবেনাকো কোন হানা,
যাদের অতিব সম্মান করিতে থাকিবে নাকো কোন মানা।
যাদের হৃদয়ে গরীবের হৃদয় হাসিবে বারংবার,
মসনদেরজিত তার যেন হয়, ভুল যেন না হয় আর।
এর ছেয়ে কোন ব্যতিক্রম হইলে দেখিবে এবার শেষ,
দেখিয়া ফেলিবে মোদের বীর্য, কি আছে মোদের বেশ।
পাড়ায় পাড়ায় উঠিয়াছি মোরা, করে নকশার কাজ শেষ,
ফনাইয় উঠিবার সুযোগ দিলেই দেখে নিবে দরবেশ।
নতুন শব্দ চয়নঃ হৃদ=হৃদয়ে, উলস=চারপোকা, মসনদেরজিত=মনোনয়ন।
উদ্দেশ্যেঃ সকল রাজনৈতিক দলের।
উৎসর্গ করা হলোঃ
(সম্মানার্থে)
বাংলার গর্বঃ মরহুম শেখ মুজিবুর রহমান, সর্বাধীনায়ক মরহুম এম এ জি আতাউল গনী ওসমানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সকল শহীদ ও জীবিত গর্বি মুক্তিযোদ্ধা এবং বর্তমান ও প্রয়াত সচ্ছ নিবেদিত সাহসী দেশপ্রেমীকদের প্রতি।
ভাষাগত ও শব্দগত ত্রুটি শুধরে দিলে আন্তরিক ভাবে খুশী হব।
মোঃ সফিকুর রহমান।
বিষয়: রাজনীতি
১৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন