আমাদের প্রত্যাশা
লিখেছেন লিখেছেন বাংলার খুদে মানুষ ১৫ জুলাই, ২০১৩, ০১:০২:০৯ রাত
আমাদের প্রত্যাশা
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি সহ সকল জাতীয়তাবাদী দল ও গোষ্টির কাছে আমার মনে হয় বাংলাদেশের সাধারন মানুষের আজকে একটাই প্রত্যাশা তারা দেশকে এমন এক ঝাক নেতা উপহার দিবে, যাদের এক এক জনের আদর্শ হবে মাওলানা ভাসানী, শহীদ সুহরাওয়র্দী, শেখ মুজিব, শহীদ জিয়াউর রহমান, এম এ জি ওসমানী, কিংবা বঙ্গবীর কাদের সিদ্দিকির মত। যাদের একমাত্র চাওয়া থাকবে, দেশকে আবারও অসাম্প্রদায়ীকতা, ধর্মীয় মূল্যবোধ, ন্যায়, সততা, ত্যাগ ও ভালোবাসার মাধ্যমে দেশ থেকে অরাজকতা দুর করে সু-শাষন প্রতিষ্টা করা এবং জনগনকে এরুপ আদর্শে উদ্বুদ্ধ করে একটি সুন্দর অদর্শবান জনগোষ্টি তৈরি করা। এ মুহূর্তে ৩০ লক্ষ রক্ত ত্যাগী সৈনিকের মত এক ঝাক নেতা আমাদের একান্ত প্রয়োজন যাদের একান্ত চাওয়া পাওয়া থাকবে দেশ ও জাতীর শান্তিপুর্ন, সুশৃংখল ও আত্বমর্যাদাশীল ভবিষ্যৎ। সকল জাতীয়তাবাদী শক্তি কি পারবে না আমাদের এরুপ ৪/৫শত নেতা উপহার দিতে ১৬কোটি মানুষের স্বার্থে, অসাম্প্রদায়ীক ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ভ্রাতৃপ্রতিম প্রগতিশীল ৫৮হাজার বর্গমাইলের বাংলাদেশের সার্থে। আমি হলফ করে আস্বাস দিতে পারি এরুপ নেতাদের জাতি কোন দিন ভুলবে না এবং ভুলতে পারে না, যেরুপ পারেনি এবং পারবেও না ৩০ কোটি শহীদকে যারা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছিল।
আর যদি এ সকল জাতীয়তাবাদী দলগুলো জনগনের জন্য এটুকুই করতে না পারে তাহলে আমি জানিনা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশে আমরা এসকল শহীদদের কি মূল্য দিতে পারলাম এবং জনগনের কাছ থেকে জাতীয়তাবাদী দলগুলোর কি মুল্যায়ন পাওয়া উচিৎ যেখানে বাংলার জনগন এত ক-অপারেটিব?
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন