আল রাবা মসজিদ এলাকা থেকে মোরসি সমর্থকদের তাড়িয়ে দেয়া হয়েছে। বিভিন্ন গির্জায় অগ্নিসংযোগ। মৃতের সংখ্যা ৫০......................
লিখেছেন লিখেছেন স্বাধীনতা ১৪ আগস্ট, ২০১৩, ০৮:৩৪:১৬ রাত
বিবিসির খবরে জানা গেছে- ইজিপ্টশিয়ান পুলিশ আজ আল রাবা মসজিদ এলাকা থেকে মৌলবাদী মোরসি সমর্থক দের তাড়িয়ে দিয়েছে। পুলিশ এ সময় রাবার বুলেট এবং টিয়ার্স শেল ব্যবহার করে। এদিকে বিভিন্ন বেসরকারি টেলিভিশন ফুটেজে দেখাগেছে মুরসি সমর্থকরা সংক্রিয় অস্ত্র দিয়ে পুলিশের প্রতি গুলিবর্ষন করে। মৌলবাদী মোরসি সমর্থকরা কায়রো, আলেকঞ্জান্ডারিয়া ও সুয়েজ সিটিতে বিভিন্ন খ্রীষ্টান গির্জায় অগ্নিসংযোগ করেছে। অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যা ৫৫ জন। এদিকে টায়ারে আগুন জ্বালিয়ে অলিগোলিতে মোরসি সমর্থকরা অবস্হান নেয়ার চেষ্টা করছে।
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন