ইসলাম ধর্ম কি আসলেই বিব্রতকর এবং খারাপ????
লিখেছেন লিখেছেন স্বাধীনতা ১৩ আগস্ট, ২০১৩, ০৫:১২:৫৭ বিকাল
ইসলাম এমনই এক সত্যধর্ম যাতে আজ থেকে লক্ষবছর পর কেয়ামত পর্যন্ত কোন পরিবর্তন আনা যাবে না, ৭ শতকে নবী মোহাম্মদ যা করে গেছেন লক্ষ বছর পরও পৃথিবীর প্রতি মানুষের জীবনে তার প্রতিফলন থাকতে হবে। ইসলাম ধর্ম মতে পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লা এবং নবী মোহাম্মদের গুন-গান-তোষামদ করার জন্য।
সেই অর্থে আজকের একমাত্র তালেবানরাই প্রকৃত মুসলমান। ১৯৯৬ সালের ২৭ ডিসেম্বর তালেবানরা ক্ষমতায় আসার পর সর্বস্তরে মোহাম্মদের ইসলামী আইন জারি করে।
১। ইসলামের শরিয়া আইন জার করে।
২। প্রতিটি মুসলমানকে জেহাদে উদ্ভুদ্ধ করে।
৩। সারা পৃথিবীতে আল্লার আইন কায়েমের পরিকল্পনা হাতে নেয়া হয়।
৪। মহিলা ও যুবতি মেয়েদের গৃহবন্ধি করা হয়।।
৫।নারী-পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ করা হয়।
৬।যেসব মহিলা বাইরে যাবে, তাদের সাথে 'মাহরাম' থাকতে হবে।
৭। মহিলাদের জন্য নেল পলিশ, লিপষ্টিক,মেকআপ নিষিদ্ধ করা হয়।
৮। মেয়েদের স্কুল বন্ধ করে দেয়া হয়।
৯। বাধ্যতামুলক বোরকার প্রচলন এবং বোরকার নীচে উজ্জ্বল রংয়ের ব্রা-পেন্টি নিষিদ্ধ করা হয়।
১০। পুরুষের দাড়ি রাখা বাধ্যতামুলক করা হয়।
১১। গান-বাজনা-টেলিভিশন নিষিদ্ধ করা হয়।
..................................................
.................................................
১২। এমন আরো অনেক স্বর্গিয় ইসলামী আইন................।
কিন্তু ইসলামের জন্য এতকিছু করারপরও মুসলমানরা কৌশলে তালেবানদের এড়িয়ে যেতে চায়!!!!!! তা হলে ইসলাম ধর্ম কি এতই বিব্রতকর, খারাপ?????
বিষয়: বিবিধ
১৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন