উল্কা দিয়ে আঘাত করে আল্লাহ আমাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করেন।
লিখেছেন লিখেছেন স্বাধীনতা ৩০ জুলাই, ২০১৩, ০৩:২৮:৩৫ দুপুর
আল কোরান ৬৭:৫
আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
আল কোরান ৩৭: ০৬-০৯
নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।
ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
সুতরাং জানা যাচ্ছে , রাতের বেলা আমরা যে উল্কা খন্ড ছুটতে দেখি তা আসলে আল্লাহর তৈরী ক্ষেপনাস্ত্র যা শয়তানকে ঘায়েল করার জন্য ছুটাছুটি করে। যদি আল্লাহ এ তাদেরকে এভাবে ঘায়েল করার ব্যবস্থা না রাখত তাহলে আমরা এতদিন আল্লাহকে ভুলে নিশ্চিতভাবে শয়তানকে আরাধনা করতাম।
কুরানের এ আয়াতকে গবেষণা করেই আজকে ইহুদি-নাসারা-নাস্তিক রা বিশাল বিশাল সব রকেট ও আন্ত মহাদেশীয় ক্ষেপনাস্ত্র বানিয়ে আমাদের আফগান ভাইদের মারতেসে। শুধু তাই না ; ইহুদি-নাসারা-নাস্তিক বিজ্ঞানীরা আল কোরানের এসব উল্কা খন্ডকে ভিন্ন ভাবে ব্যখ্যা করে , বলে যে এগুলোর সাথে নাকি জিন-ভুতের বিন্দু মাত্র সম্পর্ক নেই। এসব হলো গ্রহানুপুঞ্জ থেকে ছুটে আসা ছোট ছোট খন্ড বিশেষ যারা প্রতি সেকেন্ডে ৪৫-৭০ কিমি বেগে পৃথিবীর বায়ূমন্ডলে প্রবেশ করার সময় বাতাসের ঘর্ষণে জ্বলে ওঠে , তাই তাদেরকে ছুটন্ত নক্ষত্রের মত মনে হয়।
আসুন- অন্ধ বধির ইহুদি-নাসারা-নাস্তিক বিজ্ঞানীদের দের এসব বেদাতি শিক্ষা বর্জন করে , কুরান ও হাদিসের আলোকে সত্য জ্ঞান লাভ করে দোজাহানের অশেষ নেকি হাসিল করি।
বিষয়: বিবিধ
১৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন