কোটা প্রথা থাক তবে প্রিলিতে নয়

লিখেছেন লিখেছেন টিনটিন গার্ল ১২ জুলাই, ২০১৩, ০৭:২৬:৫৬ সন্ধ্যা

আমিও এবছর bcs এর একজন প্রার্থী ছিলাম ।দুর্ঘটনা বশত প্রিলিমিনারি তে টিকে গিয়েছি যদিও আমার মুক্তিযোদ্ধা বাবা কখনও তার সন্তানদের তার মুক্তিযোদ্ধা পরিচয়কে কাজে লাগাতে দেননি । এ নিয়ে বাবার উপর হালকা পাতলা রাগ ছিল ,যাক সে কথা । আমি কোটার বিরুদ্ধে না-- কারন আমার বাবার হয় তো সামর্থ্য ছিল, আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পেরেছেন কিন্তু অনেক মুক্তিযোদ্ধার পরিবারই আজ মানবেতর জীবন যাপন করছেন তাদের তো এই সুবিধাটুকুর দরকার আছে। কিন্তু কথা হল এই প্রিলিমিনারি পর্যায়ে কোটা পদ্ধতি কত টা যৌক্তিক যেখানে কোটার সপক্ষে কোন রকম সনদ জমা দেয়ার প্রয়োজন হয় না --, শুধু মাত্র ইয়েস চিহ্নের উপর একটি ক্লিক করলেই যে কেউ এই সুবিধাটি প্রাথমিক ভাবে কাজে লাগাতে পারে। পরের যাচাই বাছাই পরের কথা। তখন যারা উপযুক্ত প্রমান দেখাতে পারবেন না তাদের বাদ দিতে গেলে কি পরিমান ঝামেলা হবে সেটা কি কেউ ভেবে দেখেছেন? কোটা প্রথা থাকুক তবে সেটা প্রিলিমিনারিতে নয় আর যদি থাকেও তবে উপযুক্ত সনদ যুক্ত করতে বলা হোক প্রিলিমিনারি আবেদন ফর্মের সাথেই। আর দয়া করে পুরো ব্যাপার টা কে রাজনৈতিক চেহারা দেয়ার চেষ্টা করবেন না---প্লিজ।

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File