মেঘ বালিকার পত্র -২

লিখেছেন লিখেছেন টিনটিন গার্ল ১১ জুলাই, ২০১৩, ০৮:১২:০০ রাত

এক জীবনে খুব বড় বড় স্বপ্ন দেখার সাহস তেমন করে উঠতে পারি নি , নিজের ভাগ্যটাকে চিনি তো -এই বেচারার আবার আমার সঙ্গ খুব সম্ভবত তেমন একটা পছন্দ নয় --প্রায় ই আমায় ছেড়ে এদিক সেদিক ছোটা ছুটি করতে চায় ।

স্বপ্ন বল-- শখ বল-- দাবি বল-- একটাই ছিল, --এই ধুলো মাখা পথের সহযাত্রী হিসাবে এমন একজন পথিক চেয়ে ছিলাম যে লোক দেখানো নয় মন দেখানো ভালো বাসবে---কিন্তু তাই বলে এতোটা ? তোমার ভালসার পরিধি যতো আয়ানস্ফিয়ার --ট্রপস্ফিয়ার --পার হয়ে যেতে থাকে আমার বায়ু মণ্ডলে অক্সিজেনের পরিমান তত কমতে থাকে --তোমার ভালোবাসার চাপে আমার দম নিতে কষ্ট হয় ।

তোমার ওখানে ইফতার ছিল আমার চেয়ে ২ ঘণ্টা আগে কিন্তু আমাকে আরও দুই ঘণ্টা না খেয়ে থাকতে হবে শুনে তুমি যখন শুধু পানি খেয়ে নামাজ পড়লে তখন নতুন করে আর একবার শ্বাস কষ্ট শুরু হল ।আমার বাবু টা এমন কেন? এই পাগল কে নিয়ে আমি কোথায় যাবো ?

তোমাকে চুপি চুপি একটা কথা বলি বাবু-- তোমার ওখানে ত কাল থেকেই রোজা শুরু হয়েছে তাই আমিও রোজা রাখছি কাল থেকেই --বলিনি তোমাকে , তুমি শুনলে বকবে ,কি করব আমার বাবুটা না খেয়ে থাকবে আর আমি পেট পুজা করব? পারব না বাবু ।

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File