ব্লগার আকবর যৌতুক নিয়ে বিয়া করেছে, আপু- ভাইয়ারা প্রতিবাদ করুন
লিখেছেন লিখেছেন সকাল সন্ধ্যা ২৩ মে, ২০১৬, ০৫:০৬:০৮ বিকাল
আজ আপনাদের দুঃখ নিয়ে জানাচ্ছি আমাগো এই ব্লগের মিন মিনা পোলা ব্লগার আকবার যৌতুক নিয়া বিয়া করছে । এই নিয়ে কথা বলাতে সে আমাকে যা তা বলেছে।এই ব্লগার ইউরোপে থাকে সেই কারণে তার শশুর তাকে ইউরোপে একটা বাড়ি কিনে দিয়েছে । আমি বল্লাম ভাইয়া আপনি যৌতুক নিয়ে বিয়ে করলেন ছিঃ ছিঃ । উনি আমাকে বললেন আমি যে এত কষ্ট করে ইউরোপে স্যটেল হইছি এটা তো কম দিছে আর সে তো তার মেয়ের সুখের জন্য এটা করেছে এটা কে তুই যৌতুক বলছিস কেন ? এই নিয়ে আমাকে অনেক শাসাইছে এবং যা তা বলেছে।
উনি আমাগো পারার সোবাহান হুজুরের দোয়া নিয়ে ইউরোপে গিয়েছিল এবং হুজুরের অনেক ভক্ত ছিল তাই আমি তার সব খবর জানতাম এবং আমিও তার হাত ধরে ইউরোপে যাইতে চাইছিলাম -- আজ তার এই যৌতুক নেওয়া নিয়ে আমি এবং সোবাহান হুজুর খুব দুঃখ পাইছি।
তাই ব্লগের ভাইয়া এবং আপুরা ব্লগার আকবরের এই যৌতুক নেওয়ার ঘটনা কে প্রতিবাদ করার জন্য এই পোষ্টে কমেন্ট করে ছিঃ ছিঃ রব তুলে দেওয়ার জন্য সোবাহান হুজুর অনুরোধ করেছে।
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওনাকে ব্লগে হাজির হইতে কন, তারপর উনার থেইকা কৈপিয়ত নিমুনে। আপনার কথা যদি সত্যি না হয়, তখন তো আন্দোলন করে লজ্জা পেতে হবে।
নিশ্চয় এর পিছনে জামাত শিবিরের হা-পা রয়েছে।
সত্য হইলে অনারে নিন্দা আর মিথা হলে আপনারে নিন্দা
কারণ যৌতুক সে নিয়েছে শশুড়ের মেয়ের জন্যই ।
মেয়ে যাতে স্বামীর বাড়িতে গিয়ে লাক্সারীর ঘাটতি না পায় সেজন্য মেয়ে জামাইকে মিনিমাম ৫ বছর যৌতুক সরবরাহ করে যাওয়া উচিত।
যৌতুক একজন ছেলে আরেকজন ছেলের কাছ থেকে নিচ্ছে একজন মেয়েকে পালতে । এখানে মেয়েটির তো কোন সমস্যা হচ্ছে না । তার লাক্সারীর সরবরাহ ঠিক থাকলেই তো হল ।
মেয়েকে বিয়ে না দিলে মেয়ের বাবাকে কি মেয়েকে টানতে হত না ? অবিবাহিত থাকাকালীন বাবা তাকে তখন ১০০ টাকা দিত , এখন দেবে ৮৫ টাকা । স্বামী যদি ২০ টাকাও দেয় তবুও তার লাক্সারী বাড়বে বৈ কমবে না ।
পারিবারিক তথা সামাজিক জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌতুকের কোন বিকল্প নেই।
মন্তব্য করতে লগইন করুন