######সোবাহান হুজুর জানতে চাইছে ?######

লিখেছেন লিখেছেন সকাল সন্ধ্যা ২২ এপ্রিল, ২০১৬, ০৪:৫৭:২০ বিকাল

আমাগো পারার সোবাহান হুজুর জানতে চাইছে আপনারা যারা ব্লগিং করেন তাদের কে কে আজ ফজরের সময় জামাতে গিয়ে নামাজ পড়েছেন ?আর আপুরা কারা ফজরের সময় সঠিক সময়ে নামায কাজা না করে পড়েছেন? যেন কমেন্ট করে জানান । হুজুরের ধারণা শয়তান রাত জেগে আমাদের কে ইন্টারনেটের মাধ্যমে লেপুর মধে্য আমাদের ডুবিয়ে রেখে ফজরের নামায জামাতে পড়তে দেয় না ---

তাই আজ যারা জামাতে নামায পড়েছেন বলে জানাবেন হুজুর তাদের জন্য বিশেষ ভাবে দোয়া করতে চান।

আর ব্লগের আপু ভাইদের পাঁচ ওয়াক্ত নামাযের সাথে সাথে বেশি বেশি করে নফল নামায পড়তে বলেছেন।

বিষয়: বিবিধ

১৫০০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366735
২২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪৬
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আমাদের জন্য সোবহান হুজুরের দরদ দেখে খোব ভাল লাগলো। সোবহান হুজুরকে জানিয়ে দিবেন আমরা ব্লগিংও নামাজও পড়ি।
২২ এপ্রিল ২০১৬ রাত ১০:০৭
304288
সকাল সন্ধ্যা লিখেছেন : মাশাল্লাহ আপনি নামাজ পড়েন শুনে হুজুর খুব খুশি হইছে।তয় আজ নামাজ জামাতে পড়েছেন কিনা এটা শিহর না করার জন্য হুজুর একটু দিধা দন্ধে আছে তারপরো রহিম মাতব্বরের বাসায় মিলাদ পড়ার সময় আপনার জন্য হুজুর দোয়া করেছে।Happy Happy Happy
366736
২২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪৬
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সোবহান হুজুরকে আমার সালাম জানাবেন।
২২ এপ্রিল ২০১৬ রাত ১০:০৮
304289
সকাল সন্ধ্যা লিখেছেন : আপনিও হুজুরের সালাম নিবেন শাহাদাত ভাইয়া---Yawn Yawn
366744
২২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হুজুর রে নিজের নামাজ টা অাগে হিসাব দিতে কন!
২২ এপ্রিল ২০১৬ রাত ১০:০৩
304286
সকাল সন্ধ্যা লিখেছেন : সবুজ ভাইয়া হুজুরের লগে সাক্ষাত করলে হুজুর যে কি বুজর্গ লোক আপনি ঠের পাইবেন তাই এখন হিসাবের কথা বল্লাম না--

যাই হোক আজ নামজ জামাতে মিস করলেও ভবিষ্যতে মিস কইরেন না কইলাম।নামাজ হইল বেহেস্তের চাবিকাঠি-- এইটা মনে রাইখেনHappy Happy
২২ এপ্রিল ২০১৬ রাত ১০:১৪
304290
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমার আবার হুজুর পিটাইতে খুব মজা লাগে!
২২ এপ্রিল ২০১৬ রাত ১০:৩০
304292
সকাল সন্ধ্যা লিখেছেন : ভাইয়া কি পুলিশ? যে ভাবে হুজুর পিঠানোর কথা কইলেন ঢাকায় যেমনে পুলিশ বাহিনী হেফাজতের আলেম গো উপর ঝাপাইয়া পড়ছিল আপনি কি সেই পুলিশ গো একজন নাকি ? যে হুজুর পিঠাইতে আপনার বুক কাপবে না মনে হচ্ছে একবার পিঠাইয়া কিছু হয় নাই তাই ডরবর কাইটা গেছে তাই এখন যে কনো হুজুরের গায়ে হাত তুলার সাহশ রাখেন।Tongue Tongue
366748
২২ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : আপনার সোবহান হুজুর অনেক দিন পরে জেগে উঠেছেন৷ তা উনার কি সব ওয়াক্ত ঠিকঠাক আছ? যদি থাকে তো আমাদের জন্য দোয়া করতে বলবেন৷
২২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৫
304285
সকাল সন্ধ্যা লিখেছেন : আফরা আপুর চাচাজানের সূত্র ধরে আমিও চাচাজান বলে ঢাকছি।

চাচাজান হুজুর খুব দুঃখ পাইছে হুজুর মনে করেছিল আমনে অনন্ত বুক ফুলিয়ে বলবেন আমি পড়েছি এই শব্দ টা লিখবেন।

চাচাজান যাহোক হুজুর আমনারে স্মরণ করিয়ে দিতে বলেছে এমেরিকা হইল ইহুদি নাছারাদের দেশ ঐখানে আপনারে ইসলামের ঝান্ডা তুলে আমনারে সবসময় এগিয়ে যেতে হবে তাদের নামাজের দাওয়াত দিয়ে সবাইরে ইসলামের পতাকা তলে আনতে হবে -- এই দায়িত্ব নিয়ে আজ থেকে ঝাপিয়ে পড়ার জন্য হুজুর অনুরোধ করেছে। হুজুরের দোয়া থাকল আপনার জন্যYawn Yawn Yawn
২৩ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
304393
শেখের পোলা লিখেছেন : ঝাঁপিয়ে পড়ার সময় এখনও আসেনি, সময় হলে অবশ্যই ঝাঁপিয়ে পড়ব৷ এটা আমাদের জন্য বিদেশ৷ কিন্তু সোবহান হুজুর নিজের দেশে থেকে চুপচাপ কেন?
366751
২২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৩
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

হি হি হি

নামাজ পরছি,
কাযা নাকি, ওয়াক্ত মত সেই হিসাব পরে দেই,
আগে কন, সোবহান হুজুর এত ঘোড়ার ডিম থুক্কু
ভিতুর ডিম কেন?! Tongue Tongue

নিজেরে সকাল সন্ধ্যার মাঝে লুকিয়ে রাখে কেনো Rolling on the Floor Rolling on the Floor
২২ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৬
304284
সকাল সন্ধ্যা লিখেছেন : হুজুর সবসময় নামাজ- মিলাদ - আমাগোরে তালিমHappy Happy নিয়ে ব্যস্ত থাকে তাই এই কামটা উনার একজন তালবেআলম Tongue মানে আমারে দিয়ে বাহিরের দুনিয়ার কামটা করায়।

সোবাহান হুজুর বুজতে পারছে আজকের ফজরের নামাজ নিয়ে আপনি একটা কিছু মিসWorried করেছেন তাই সরাসরি না বলে একথা ওকথা বলে বাইন মাছের মত পিচ্ছলাইয়া যাইতে চাইছেন।

তারপরও হুজুর আপনার জন্য দোয়া করবেন পোষ্টে কমেন্টের জন্য তয় নামায টা ওয়াক্ত মতন পইড়েন আপু এটা হুজুরের অনুরোধYawn Yawn
২৩ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩৮
304311
বিবর্ন সন্ধা লিখেছেন : আলহামদুলিল্লাহ

দোয়া করবেন শুইন্না ভালো লাগলো,Love Struck
কিন্তু হুজুর সাহেব, মিলাদের শেষে দোয়া কইরেন না,Tongue
মিলাদ নিয়ে মতবিরোধ আছে,
তাই ঐ সময়ের দোয়া কবুল হয় না, না হবে
কে জানে?? :Thinking
২৩ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৮
304342
সকাল সন্ধ্যা লিখেছেন : Surprised Surprised এই যে আপু আমনে আমার রিজিকে হাত দিলেন এইটা কি ঠিক হইলBroken Heart Broken Heart যা হোক মিলাদ পইড়া কয়টা টাকা পাইতাম এর লগে ভালো ভালো কাওন এখন তো মিলাদে গেলে আপনার এই জায়েজ না নাজায়েজ এইটা ভাইবা খাইবার পারুম নাLove Struck Love Struck --- আমনের বাড়ির ঠিহানাও জানিনা যে মাঝে মাঝে আমনেরা ভাল রান্না করলে গিয়া কিছু চাইয়া খেয়ে আসতম..Happy Happy । সোবাহান হুজুরেরে কইছি দোয়া কবুল না হওয়ার বিষয়টি উনি কিতাবে আসলে কি লিখা আছে ঘাইটা বের করে জানাব কইছে।Waiting Waiting Waiting

তয় হুজুরে আমনে যে এত ইসলামিক চিন্তাবিদ জাইনা খুশি হইছেYawn Yawn
366755
২২ এপ্রিল ২০১৬ রাত ১০:৪০
ক্রুসেড বিজেতা লিখেছেন : সোবহান হুজুর টা দেখছি খুব বুদ্ধিমান
২৩ এপ্রিল ২০১৬ রাত ১২:১২
304300
সকাল সন্ধ্যা লিখেছেন : বুদ্ধিমান মানুষেরা অন্যদের বুদ্ধিমান বলতে কারপণ্য করে না তাই আপনার এই প্রশংসায় হুজুর খুব খুশি হইছে আপনার জন্য হুজুর বিশেষ ভাবে দোয়া করছেন।Yawn
366761
২৩ এপ্রিল ২০১৬ রাত ১২:০৪
আফরা লিখেছেন : আপনাকে ব্লগে এ্যাকটিভ দেখে ভাল লাগছে বড় ভাইয়া । ধন্যবাদ
২৩ এপ্রিল ২০১৬ রাত ১২:২৩
304301
সকাল সন্ধ্যা লিখেছেন : আফরা আপু আমি হুজুর আমারে অনেক পড়াশুনার চাপেরCrying Crying মধ্যে রাখছিল তাই নিয়মিত ব্লগে ঢুকবার দেয় নাই.। এখন চাপ একটু কমছে তাই আবার ফিরছি.। দেখা হবে মাঝে মাঝে কখন পড়ন্ত বিকেলে অথবা মাঝ রাতে হুজুর ঘুমাইয়া পড়লে।Tongue Tongue

নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না,ইসলামের দাওয়াত নিয়ে ব্যস্ত থাকবেন ,অমুসলিম কে ইসলামের ছায়া তুলে আনার চেষ্টা করবেন ,, আপনি তো আবার ফরেন থাকেন তাই বিশেষ ভাবে আপনি কমেন্ট করেছেন দেখে হুজুর বলতে বলেছে । পরিশেষে হুজুরের সালাম নিবেনYawn Yawn
366826
২৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৫
নকীব কম্পিউটার লিখেছেন : ছায়া তুলে আনার----
366920
২৪ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৪
হতভাগা লিখেছেন : আপনার সোবহান হুজুররে কন ব্লগে রেজিষ্ট্রেশন করতে । এরকম একজন হুজুরের বড় প্রয়োজন এই ব্লগে । ডিরেইলড পোলাপানরে ট্র‍্যাকে ফিরিয়ে আনতে উনাদের বড়ই প্রয়োজন ।
১০
366963
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অনেকদিন পর এলেন,
পীরসাহেবের সাথে মুরাকাবায় ছিলেন বুঝি?

আপনার হুজুর ও তাঁর মুরীদের জন্য দোয়া করি!

তিনি কি নতুন মুরীদ গ্রহন করেন?
করলে কী কী শর্তে??
খলিফা হওয়া যায়??
Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File