######সোবাহান হুজুর জানতে চাইছে ?######
লিখেছেন লিখেছেন সকাল সন্ধ্যা ২২ এপ্রিল, ২০১৬, ০৪:৫৭:২০ বিকাল
আমাগো পারার সোবাহান হুজুর জানতে চাইছে আপনারা যারা ব্লগিং করেন তাদের কে কে আজ ফজরের সময় জামাতে গিয়ে নামাজ পড়েছেন ?আর আপুরা কারা ফজরের সময় সঠিক সময়ে নামায কাজা না করে পড়েছেন? যেন কমেন্ট করে জানান । হুজুরের ধারণা শয়তান রাত জেগে আমাদের কে ইন্টারনেটের মাধ্যমে লেপুর মধে্য আমাদের ডুবিয়ে রেখে ফজরের নামায জামাতে পড়তে দেয় না ---
তাই আজ যারা জামাতে নামায পড়েছেন বলে জানাবেন হুজুর তাদের জন্য বিশেষ ভাবে দোয়া করতে চান।
আর ব্লগের আপু ভাইদের পাঁচ ওয়াক্ত নামাযের সাথে সাথে বেশি বেশি করে নফল নামায পড়তে বলেছেন।
বিষয়: বিবিধ
১৫২৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাই হোক আজ নামজ জামাতে মিস করলেও ভবিষ্যতে মিস কইরেন না কইলাম।নামাজ হইল বেহেস্তের চাবিকাঠি-- এইটা মনে রাইখেন
চাচাজান হুজুর খুব দুঃখ পাইছে হুজুর মনে করেছিল আমনে অনন্ত বুক ফুলিয়ে বলবেন আমি পড়েছি এই শব্দ টা লিখবেন।
চাচাজান যাহোক হুজুর আমনারে স্মরণ করিয়ে দিতে বলেছে এমেরিকা হইল ইহুদি নাছারাদের দেশ ঐখানে আপনারে ইসলামের ঝান্ডা তুলে আমনারে সবসময় এগিয়ে যেতে হবে তাদের নামাজের দাওয়াত দিয়ে সবাইরে ইসলামের পতাকা তলে আনতে হবে -- এই দায়িত্ব নিয়ে আজ থেকে ঝাপিয়ে পড়ার জন্য হুজুর অনুরোধ করেছে। হুজুরের দোয়া থাকল আপনার জন্য
হি হি হি
নামাজ পরছি,
কাযা নাকি, ওয়াক্ত মত সেই হিসাব পরে দেই,
আগে কন, সোবহান হুজুর এত ঘোড়ার ডিম থুক্কু
ভিতুর ডিম কেন?!
নিজেরে সকাল সন্ধ্যার মাঝে লুকিয়ে রাখে কেনো
সোবাহান হুজুর বুজতে পারছে আজকের ফজরের নামাজ নিয়ে আপনি একটা কিছু মিস
তারপরও হুজুর আপনার জন্য দোয়া করবেন পোষ্টে কমেন্টের জন্য তয় নামায টা ওয়াক্ত মতন পইড়েন আপু এটা হুজুরের অনুরোধ
দোয়া করবেন শুইন্না ভালো লাগলো,
কিন্তু হুজুর সাহেব, মিলাদের শেষে দোয়া কইরেন না,
মিলাদ নিয়ে মতবিরোধ আছে,
তাই ঐ সময়ের দোয়া কবুল হয় না, না হবে
কে জানে?? :
তয় হুজুরে আমনে যে এত ইসলামিক চিন্তাবিদ জাইনা খুশি হইছে
নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না,ইসলামের দাওয়াত নিয়ে ব্যস্ত থাকবেন ,অমুসলিম কে ইসলামের ছায়া তুলে আনার চেষ্টা করবেন ,, আপনি তো আবার ফরেন থাকেন তাই বিশেষ ভাবে আপনি কমেন্ট করেছেন দেখে হুজুর বলতে বলেছে । পরিশেষে হুজুরের সালাম নিবেন
অনেকদিন পর এলেন,
পীরসাহেবের সাথে মুরাকাবায় ছিলেন বুঝি?
আপনার হুজুর ও তাঁর মুরীদের জন্য দোয়া করি!
তিনি কি নতুন মুরীদ গ্রহন করেন?
করলে কী কী শর্তে??
খলিফা হওয়া যায়??
মন্তব্য করতে লগইন করুন