কবিতার বিবর্তন ( দুই)

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৪:৩২ সকাল

কবিতার বিবর্তন ( দুই)

আধুনিক কালে পিচ্চিদের কাছে খুব জনপ্রিয় কবিতা "আয় আয় চাঁদ মামা".

এটির আসল লেখক কে জানা যায় না। জানা সম্ভব হয় না কবে নাগাদ লিখা হয় এই ছড়াটি।

তবে প্রথম দিকে এই ছড়াটি আধুনিক কালে আমরা যেমোন পড়ি তেমনি ছিল না। ছিল একটু ভিন্ন ভাবে। কালের পরিক্রমায় অনেকের হাত ঘুরে আধুনিক এই রুপ লাভ করেছে।

>>প্রাচীন রুপ---

*আয়রে চাঁদা

------------

আয়রে চাঁদা বাছুর বাধা

গোয়ালে বাধা গাই

ধান ভানলে কুড়ো দেবো

মাছ ধরলে মুড়ো দেবো

কালো গরুর দুধ দেবো

দুধ খেতে বাটি দেবো

চাদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ।

>> আধুনিক রুপ--

*আয় আয় চাঁদ মামা

-----------------------

আয় আয় চাঁদ মামা

টিপ দিয়ে যা

চাঁদের কপালে চাঁদ

টিপ দিয়ে যা।

ধান ভানলে কুঁড়ো দেব

মাছ কাটলে মুড়ো দেব

কাল গাইয়ের দুধ দেব

দুধ খাবার বাটি দেব

চাঁদের কপালে চাঁদ

টিপ দিয়ে যা।

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355367
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:১২
কাঁচের বালি লিখেছেন : মনে হচ্ছে প্রাচীন রূপটাই কঠিন বেশী , ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ব্লগ লেখার জন্য ।
355386
২৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৫৫
বাকপ্রবাস লিখেছেন : ভালো লাগছে এবং জানা হচ্ছে চললতে থাকুক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File