প্রাণী পোড়ানোর শরয়ি বিধান

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৫৫:০৫ রাত

***প্রাণী পোড়ানোর শরয়ি বিধান***

******---------------*************



হত্যা যেভাবেই করা হোক, এটা যে কতটুকু কষ্টদায়ক তা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। আর জীবন্ত জ্বলেপুড়ে মরা কী পরিমাণ যন্ত্রণাদায়ক, তা প্রকাশের ভাষাও কোনো মানব-মানবীর পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। ইসলাম তো বিষাক্ত সাপ-বিচ্ছু ও কীটপতঙ্গকেও পুড়িয়ে মারতে বারণ করে

১.এক হাদিসে বর্ণিত আছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পিপীলিকার একটি বসতি পিপীলিকাসহ পোড়ানো দেখে জিজ্ঞেস করলেন, কারা পিঁপড়ার বসতিকে জ্বালিয়ে দিয়েছে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমরা। এতদ্শ্রবণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আগুন দ্বারা কাউকে শাস্তি প্রদান করা অবৈধ।’ (আবু দাউদ হা. ২৬৭৫)

২.অন্য এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘একমাত্র আগুনের সৃষ্টিকর্তাই আগুন দ্বারা কাউকে শাস্তি দিতে পারেন।’ (আবু দাউদ হা. ২৬৭৩)

৩.আরেক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘যে জিনিস দ্বারা (আগুন) স্বয়ং আল্লাহ শাস্তি প্রদান করবেন, তা দ্বারা তোমরা কাউকে শাস্তি প্রদান করো না।’ (বুখারি হা. ৩০১৭)



****আজ হঠাত ঘরে খুব মশা। আর তা হতে পরিত্রান পেতে চাইনার মেজিক ব্যাট ব্যবহার করে সুপার মেনের মত চাই চাই করে মশাদের মারিয়া ফেলাইতেছি। আর ব্যাটের নেটের বিদ্যুতের সংগে স্পার্ক করে পুড়ে মারা যাচ্ছে।

আমার প্রশ্ন এটি কি উপরের হাদিস গুলির বিপরিত কাজ করছি না আমরা। তা হলে এই ব্যাট ব্যবহার করা হতে বিরত থাকা উচিত কি না?

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302895
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২১
sarkar লিখেছেন : জনাব আপনি মশা মারার কথা বলছেন??? যেখানে জীবিত মিনুষ কে পুরিয়ে মারছে সেখানে মশা ত কোন প্রাণী ই না।
০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০২
245267
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:২৮
245448
ভোলার পোলা লিখেছেন : জনাব আপনি মশা মারার কথা বলছেন??? যেখানে জীবিত মিনুষ কে পুরিয়ে মারছে সেখানে মশা ত কোন প্রাণী ই না।

একমত ।
302960
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০০
হতভাগা লিখেছেন : মশার কামড়ে প্রতি বছর যত মানুষ মারা যায় আর কোন প্রানীর পক্ষে সেটা সম্ভব না ।

০৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০২
245268
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪৭
245456
হতভাগা লিখেছেন : ভাইজান, আপনি কি রেডি মন্তব্য ছাড়া প্রতি মন্তব্য করতে পারেনই না ?
303970
১১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৮
গোলাম মাওলা লিখেছেন : হুম পারি না আবার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File