মাগো আর কত
লিখেছেন লিখেছেন নেওয়াজ মোরশেদ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৫৩:৫৬ রাত
এটা নাশকতা নয়, অমানবিকতা
এটা রাজনীতি নয়, নৃশংতা
মাগো, আর কত,
আমরা আজ ক্লান্ত মা
আমরা আজ নিদ্রাহীন, অন্নহীন
উৎকন্ঠ, ভীত আর অপেক্ষারত
মাগো, আর কত।
৭১, ৭৫ দেখিনি মা, শুনেছি
পিস কমিটি দেখিনি, দেখিনি বাকশাল
দেখিনি রক্ষীবাহিনী মা
আজ প্রতিরোধ কমিটি দেখছি,
দেখছি সম্প্রচার নীতিমালা, আর
মামলা, গুম আর ক্রসফায়ার
মাগো বড় জানতে ইচ্ছে করে
কারা দেশ প্রেমিক আর কারা দালাল
কারা জনগনের আর কারা মসনদের মায়ায়
রাজনীতির আজ করলো এ হাল ?
মাগো আর পারছি না
পারছি না সইতে, পারছি না কইতে
পারছি না আর চোখ বন্ধ রাখতে
৭১ এর মতন সময় এসেছে আবার
বাবার মত আমারও যুদ্ধে যাবার
তোমাকে মুক্ত করবার ...
বিষয়: বিবিধ
৮৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন