ছেঁড়া ডাইরির পাতা হতে .......৪ জেসমিন
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ১৮ আগস্ট, ২০১৩, ১২:৩২:৫৭ রাত
ছেঁড়া ডাইরির পাতা হতে .....................৪
জেসমিন
আমি পলাশ। বাংলালিংকে এ আছি। আমার জীবনে ঘটে যাওয়া একটি উথাল পাতাল প্রেমের ঘটনা আজ তোমাদের বলতে এসেছি। আর যার সঙ্গে এই প্রেম আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই: যে বিশাল অতীত চিরকাল রয়ে গেছে আর যে আগামী ভবিষ্যৎ চিরকাল থাকবে, এই দুই কালের কোনটাতেই তোমাকে নিয়ে এক মহুরতে থাকতে আমি পারবোনা। তবে তোমার প্রতি যে ভালোলাগা , যদি বলি ভালবাসা তাতে নেই কোন সন্দেহ।
(প্রথম কিস্তি)
জেসমিন হা এটিই তার নাম।গোটা নাম টি ছিল জেসমিন আক্তার।নাম সম্পর্কে তার ছোট একটা গল্প আছে, সেটি এমন...... তুই যখন জন্ম নিস তখন তোর নানা বাড়ীর আঙ্গিনাই বড় একটি জেসমিন ফুলের গাছে ফুলে ফুলে ভর্তি ছিল আর এত পাগল করা গন্ধ,আর ছোট বেলা হতে আমি এই ফুল ভীষণ পছন্দ করতাম। তুই হলী আর আমি জেসমিনের গন্ধে অজ্ঞান হলাম। জ্ঞান ফিরে আবার সেই গন্ধ। আমার ভালোলাগা আর তোর গায়ের রঙ এ দুই মিলিয়ে তোর নাম দিলাম জেসমিন( মার মুখে বলা কথা ও আমাকে এ ভাবেই বলেছিল)
জেসমিন ফুলটি কিরকম তা আজ পর্যন্ত দেখলাম না।
একদিন ফেসবুক এ ঘুরছিলাম তো হটাত একটি মেয়ের ID দেখে টুক করে ঢুকলাম।প্রোফাইল এ ৪ টি ছবি,একটি ফুলের, সচিন টেন্ডুল কারের( ও তার খুব ভক্ত- পরে জেনেছি) আর ওর দুটি ছবি। মাই গড কি বলব ছবি দুটি দেখে আমি পুরো ফিদা। ওয়াল এ ঢুকতে পারলাম না। কি করা যায় ?
তো সহজ একটা ট্রিক করলাম... ছবিতে লিখলাম অপরূপা তুমি,কিন্তু তুমি সত্যি না মিথ্যে( u r so beautiful ,r u true or fake )।
আর friend request পাঠাতে কি দেরি হয়। ঘণ্টা খনেক পর আবার ঢুকলাম দূর্বার একটা আকর্ষণ নিয়ে। ওহ খোদা কোন কিছু নাই... আবার লিখলাম ও তুমি ভুয়া।
রাত তখন ১২ টা মন মানেনা, আবার ঢুকলাম, এবার পেলাম বন্ধুত্বের আহ্বান আর কাঙ্ক্ষিত কমান্ড:
না আমি ভুয়া না, ভুয়া হব কেন ?
আমি লিখলাম: তবে তোমার আর একটা ছবি আপলোড কর অথবা আমার নম্বরে একটি ফোন দাও।
পরের দিন রাত ১০ টার দিকে আবার দেখলাম, ওহ কি সৌভাগ্য ওকে পেলাম অন নেটে। তো মিয়া আর দেরি করি............। এসএমএস করলাম: ভুয়া ভুয়া জেসমিন( vowa vowa jasmine .. বাংলিশ লিখছিলাম দুজনে )
ও লিখল: সত্যি বলছি আমি ভুয়া না
আমিঃ তবে ছবি আপলোড কর
ওঃ আমার মোবাইল এ ছবি তোলা যায় না
আমি: তবে ফোন কর ( দারুণ একটা ফাঁদ)
ওঃ ঠিক আছে করব( কাজে লেগে গেল)
আমি: তাড়াতাড়ি
ওহ অপেক্ষ যে কি রকম কষ্ট কর।
২য় কিস্তি আসছে, কেমন লাগল ! আলমের ১ নং পচা সাবান তাই না।
https://www.facebook.com/golammaula.akas/posts/566439223424007
ছেঁড়া ডাইরির পাতা হতে .....................৩
https://www.facebook.com/golammaula.akas/posts/565915680143028
ছেঁড়া ডাইরির পাতা হতে .....................১
https://www.facebook.com/golammaula.akas/posts/564985966902666
ছেঁড়া ডাইরির পাতা হতে .....................২
https://www.facebook.com/golammaula.akas/posts/565512173516712
বিষয়: বিবিধ
১৭৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন