১৩ দফা মেনে নিলে দেশ ১৩০০ বছর পিছিয়ে যেত কিনা জানিনা, তবে না মানার কারণে দেশ ডিজিটাল অন্ধকারে ছেয়ে গেছে।
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৮ আগস্ট, ২০১৩, ১২:৩৮:১২ রাত
খবরঃ সস্ত্রীক পুলিশ হত্যায় তার মেয়ে ঐশীই দায়ি বলে নিশ্চিত হয়েছে ডিবি
সমাজ যখন চরম ভাবে অনৈতিকতা আর বিশৃঙ্খলার দিকে প্রবল বেগে ধাবমান তখন সেই ক্ষয়িষ্ণু সমাজকে রক্ষার জন্য ১৩ দফা নিয়ে এগিয়ে এসেছিলেন সর্বজন শ্রোদ্ধেয় আলেমে দীন আল্লাম শফী সাহেব, কিন্তু ঘুণেধরা সমাজের নেতারা তার সে আহবানে সাড়াতো দেয়ইনি বরং তাকে তিরষ্কার করা সহ নানাবিদ অপবাদে অভিযুক্ত করেছে।
কেউ কেউ তো কয়েক ধাপ এগিয়ে গিয়ে বলেছে ১৩ দফা মেনে নেয়ার অর্থই হচ্ছে দেশকে ১৩০০ বছর পিছিয়ে দেয়া, কিন্তু নিজ কন্যার সম্পৃক্ততায় পুলিশ দম্পত্তি হত্যাকান্ডে কি এটাই প্রমাণীত হয়না যে দেশ বরং অন্ধকার যুগে ফিরে গেছে?
অবশ্য আদীম যাহেলিয়াতের যুগ আর বর্তমান ডিজিটাল অন্ধকার যুগের মধ্যে একটা মৌলিক পার্থক্য সূচীত হয়েছে আর তাহল, আদীম যাহেলিয়াতের যুগে পিতারা তাদের কন্যা সন্তানদেরকে হত্যা করত আর আধুনিক ডিজিটাল অন্ধকার যুগে কন্যারাই তাদের পিতা-মাতাকে হত্যা করে!
ডিজিটাল বাকশাল, ধর্মহীন সেকুলার, নষ্ট বাম আর আলো-মতি কণ্ঠ চক্র ইসলামী সমাজ ব্যবস্থাকে ভেঙ্গেচুড়ে তছনছ করে প্রজনন চত্বর, হলুদ পঞ্জবী আর ইয়াবা প্রজন্ম উপহার দিয়েছে, অবশ্য তার কুফলও অনেকাংশে তারাই ভোগ করছে।
জাফর কন্যা পথ ভ্রষ্ট, আলু-মতি কন্যা আত্মহত্যার পথে ধাবীত আর মহা ক্ষমতাধর পুলিশ দম্পত্তি আপন কন্যার হাতে নিহত!
হে অন্ধ সমাজ! ইসলাম থেকে দূরে সরার পরিনতী স্বচক্ষে অবলোকন কর। এর পরেও যদি তোমাদের হুশ নাহয় তাহলে আরো ভয়াবহ পরিনতির জন্য অপেক্ষা কর।
বিষয়: বিবিধ
২২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন