৯শ’ বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ৯ম বর্ষে পদার্পন করল ফরিদগঞ্জ লেখক ফোরাম

লিখেছেন লিখেছেন সাদা আকাশ ২৬ জুলাই, ২০১৩, ০৫:২৭:০০ সকাল

স্কুল কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষাথীদের সাথে নিয়ে ৯শ’ বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ৯ম বর্ষে পদার্পন করল জেলার অন্যতম সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরাম। গত শুক্রবার ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের মধ্যে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃক্ষ রোপন কর্মসূচীর মধ্য দিয়ে উদ্বোধন হয় ফরিদগঞ্জ লেখক ফোরামের ৯ম বর্ষে পদার্পন উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই শুরু হয় রসূল আমিন আরিফের সৌজন্যে শিশু কিশোরদের মধ্যকার উপজেলার সর্ববৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতাটিতে উপজেলার ১৬১ জন প্রতিযোগি অংশ নেয়। প্রতিযোগিতা শেষে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষন বিনা মূল্যে গাছের চারা বিতরন। শিশু কিশোরদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে গাছের চারা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জ পৌর মেয়র মো: মঞ্জিল হোসেন মঞ্জিল। ফলজ, ঔষুধ ও কাষ্ঠল মিলিয়ে ৯ প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। নতুন গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে উঠে। এক সাথে এত শিক্ষার্থীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়াটা ফরিদগঞ্জের জন্য এবারই প্রথম। শুধু শিক্ষার্থীরাই নয় একটি করে ঔষুধি গাছের চারা (অর্জুন) পান আমন্ত্রিত সকল অতিথি বৃন্দ, অবিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। গাছের চারা বিতরন শেষে ফরিদগঞ্জ লেখক ফোরামের এলিট সদস্য ও উপদেষ্টা সাহিত্যিক মোস্তফা কামাল মুকুলের সভাপতিত্ত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল হাসানের পরিচালনায় শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্যের মেয়র মো: মঞ্জিল হোসেন মঞ্জিল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম একটি আদর্শিক সংগঠন। আমরা জেলা পর্যায়ে সংগঠনটি নিয়ে গর্ব করি। বিভিন্ন সৃজনশীল সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যে উপজেলা, জেলা এমনকি জাতীয় পর্যায়ে সফলতা রেখেছে। এটি সম্ভব হয়েছে সংগঠনটির সততা ও সৎ উদ্দেশ্যের কারনে। সংগঠনটির নেতৃত্ব দিচ্ছে এক ঝাঁক দক্ষ ও শিক্ষিত তরুন তাই তারা আজ এত দূর আসতে পেরেছে। এ সংগঠনের সকল কর্মকান্ডে আমার সহযেগিতা থাকবে।’ এ সময় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক উপ মহা-পরিচালক (বার্তা) ও ফরিদগঞ্জ বার্তার সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইমাম হোসেন, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর, ফরিদগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মকবুল আহাম্মদ, ফরিদগঞ্জ উপজেলা বন ও পরিবেশ বিষয়ক কর্মকর্তা সফিকুল আমিন আপেল, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক নূরুন্নবী নোমান, ফরিদগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মহি উদ্দিন, সাংবাদিক নাসির উদ্দিন পাঠান, প্রবীর চক্রবর্তি, রহিত -উল ইসলাম প্রিন্স প্রমূখ। আলোচনা সভা শেষে শুরু হয় সেলিনা ক্লথ স্টোরের সৌজন্যে ৫টি বিভাগে দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যকার আবৃত্তি প্রতিযেগিতা, গ্রমিন বস্ত্রালয়ের সৌজন্যে গল্প লেখা প্রতিযেগিতা, ডা. পরেশ চন্দ্র পালের সৌজন্যে উপস্থিত অভিনয় প্রতিযোগিতা ও আঁখি এন্টার প্রাইজ এর সৌজন্যে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা। আবৃতিতে বিচারকের দায়িত্ত্বে ছিলেন ‘ক’ বিভাগে তরুন কবি ও লেখক মুহাম্মদ ফরিদ হাসান, রাসেল হাসান। ‘খ’ বিভাগে ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূরুল ইসলাম ফরহাদ, ফাতেমা ইয়াসমিন, ‘গ’ বিভাগে সাংবাদিক নাসির উদ্দিন পাঠান, ফরিদগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেন, মাতৃছায় কিন্ডার গার্টেনের শিক্ষক সাদেদুল করিম সোহাগ। ‘ঘ’ বিভাগে ফরিদগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা জেসমিন আক্তার, সংগঠনের ঢাকা মহানগর শাখা কমিটির সভাপতি ফরিদ আহাম্মেদ মুন্না এবং ‘ঙ’ বিভাগে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমান, শিক্ষাবিদ মকবুল আহাম্মদ বিএসসি ও সংগঠনের ঢাকা কমিটির সাধারণ সম্পাদক মহসিন হাসান। গল্প লেখার সমন্বয়ে ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান রাশেদ। উপস্থিত অভিনয়ে বিচারকের দায়িত্ত্বে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ সাজিদ, অর্থ সম্পাদক সুব্রত মজুমদার, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদিকা পল্লবী কর্মকার তিথি এবং সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান নিশান। উপস্থিত বক্তিতায় বিচারকের দায়িত্ত্বে ছিলেন সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল ও রাসেল হাসান। প্রতিযোগিতা গুলোতে সঞ্চালনার দায়িত্ত্বে ছিলেন, শিমুল চন্দ্র শীল, মো: জসিম উদ্দিন, হোসনা ইয়াসমিন সূচনা ও তামান্না নাসরিন বৃষ্টি।আজ ২৬শে জুলাই শুক্রবার আজ সকাল ১০ টা সকল প্রতিযোগিতার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ করা হবে। সবাইকে যথাসময়ে আসার অনুরোধ।

বিষয়: সাহিত্য

১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File