অনুভূতি শুধু প্রার্থনার.........
লিখেছেন লিখেছেন সাদা আকাশ ৩০ জুন, ২০১৩, ০৯:০৮:১৪ রাত
২০০৮ সাল। জুলাইয়ের শুরুর দিক। ছোট ভাই ডাক্তার দেখাতে ঢাকাতে আসল। নিজের ব্যাস্ততা থাকায় ছোট ভাইকে ডাক্তার দেখানো ছাড়া খুব বেশী সময় দিতে পারলাম না। তবে যে জন্য ব্যাস্ত ছিলাম তা অর্জন করতে ২০০০/= আর জুতা হারালাম। আফসোস ছিল না অর্জনের পর। আজ ছোট ভাই সে জিনিসটা অর্জন করে কল দিল আজ। আনন্দে বুকটা ভরে গেল। তবে এ জন্য তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে এক মাস পূর্বে কেনা নতুন বাই-সাইকেলটি।
বিষয়: সাহিত্য
১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন