আমি ভালবাসি...
লিখেছেন লিখেছেন সোহেল মাহামুদ০অতি ক্ষুদ্র একজন০ ০৩ জুলাই, ২০১৩, ০৬:৩২:৫৪ সন্ধ্যা
আমি তোমার সুন্দর মুখখানিকে ভালবাসি না
ভালবাসি না সুন্দর ওই চোখ দুটোকেও,
ঘনকালো চুল কিংবা ওই মিষ্টি হাসিকেও নয়।
আমি তোমায় ভালবাসি।
তোমার ওই মিষ্টি মুখখানা যখন
বয়সের ছাপে কুচকে যাবে।
হরিণী চোখদুটো ঝাপসা দেখবে,
সাদা চুলগুলো আচড়াতে আচড়াতে যখন
তুমি আমার দিকে চেয়ে ফোকলা হাসি দিবে
আমি তখনও তোমায় ভালবাসবো…।
আমার দেহে থাকবেনা কোন শক্তি,
দুর্বল বাহুগুলো দিয়ে তবুও আগলে রাখবো।
নির্জনে সবার আড়ালে আদর করবো,
ভালবাসবো তোমায়।
————————-
(এক বছর পূর্বে, কোন এক সময় লেখা)
–সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
————————–
বিষয়: সাহিত্য
১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন