ভালবাসা
লিখেছেন লিখেছেন সোহেল মাহামুদ০অতি ক্ষুদ্র একজন০ ০২ জুলাই, ২০১৩, ১১:৪৮:৫৩ রাত
ভালবাসা, সে তো পাগলের চেয়ে
পাগলামী বেশী করা।
ভালবাসা, সে তো চায়ের কাপে
মিষ্টি মধুর কথা।
ভালবাসা, সে তো বৃষ্টিবেলায়
একসাথে ভিজে চলা।
ভালবাসা, সে তো সুখ-দূ:খগুলো
একজনকে ভাগ দেয়া।
ভালবাসা সে তো,পরস্পর মুখোমুখি
চোখের গহীনে হারিয়ে যাওয়া।
ভালবাসা সে তো, দুটি মন
এক হৃদয়ে পরিনত হওয়া।
--------------------------------
(ক্লাস নাইনে পড়াকালীন কোন একসময় লেখা
--- সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন