মুক্তি যোদ্ধারা আমাদের ক্ষমা করো

লিখেছেন লিখেছেন ধমনী ১২ জুলাই, ২০১৩, ০৩:৪৫:২২ দুপুর

সরকার কি আসলেই মুক্তি যোদ্ধাদের প্রতি আন্তরিক?

আমাদের মুক্তি যোদ্ধারা বীরের মত যুদ্ধ করে স্বাধীনতা এনেছিল

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে ভীরু মুক্তি যোদ্ধাদের খবর না রেখে মুক্তি যোদ্ধার সন্তান কৌটা প্রথা চালু হয়েছে,যার ফলে টাকার বিনিময়ে মুক্তি যোদ্ধা চার্টিফিকেট বাণিজ্য চলছে

আর মুক্তি যোদ্ধাদের প্রতি চলছে চরম অবহেলা,বিভিন্ন গন মাধ্যমে খবর পাই মুক্তি যোদ্ধা রিকশা চালায় অভাবের তাড়নায়,মুক্তি যোদ্ধার মেয়ে অভাবের জন্য বিয়ে হচ্ছে না,মুক্তি যোদ্ধার অভাবের কারনে চিকিত্‌সা চলছে না

ধিক্কার জানাই ওই সরকারের প্রতি যারা মুক্তি যোদ্ধাদের জন্য কিছু না করে কৌটা প্রথার নামে বাণিজ্য করছে।আমরা হয়ত কিছু দিনের মধ্যেই জীবিত মুক্তি যোদ্ধাদের হারিয়ে ফেলব,কারণ সবাই বয়সের বাড়ে জীবনের শেষ প্রান্তে পৌছে গেছে

মুক্তি যোদ্ধাদের যেই পরিমাণ ভাতা দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম,তাই সরকারে প্রতি আকুল আবেদন কৌটা প্রথা বাদ দিয়ে জীবিত মুক্তি যোদ্ধাদের একটু মূল্যায়ন করুন,তাদের শেষ জীবনটা অন্তত নির্বিঘ্নে কাটানোর ব্যবস্থা করুন,সু চিকিৎসার ব্যবস্থা করুন

তাহলেই মুক্তি যোদ্ধাদের উপযুক্ত সন্মান দেওয়া হবে এবং জাতি কিছুটা হলোও মুক্তি যোদ্ধাদের অভিশাপ থেকে মুক্তি পাবে

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File