কৌটা প্রথার জাঁতাকল
লিখেছেন লিখেছেন ধমনী ১১ জুলাই, ২০১৩, ১১:০৬:৩৫ সকাল
রাজকীয় কৌটা প্রথা গণতান্ত্রিক দেশে আর কতকাল চলবে,সংবিধানে সমান মৌলিক অধিকার রেখে কেন মুক্তি যুদ্ধের সন্তান,নারী ও উপজাতি কৌটা,
আমি মুক্তি যুদ্ধের সন্তান,নারী ও উপজাতি কৌটার বিরোধিতা করে রাজাকার,নারী বিদ্বেষী ও শান্তি চুক্তির বিরোধিতাকারী হতে চায়না
সংবিধান থেকে সব নাগরিকের সমান অধিকার লেখাটি মুছে ফেলুন,আর আমাদের মতো দ্বিতীয় শ্রেণির নাগরিকদেরকে বস্তায় বন্দী করে বঙ্গপসাগরে ফেলে দিন
আমার তো মনে হয় কৌটা প্রথার মাধ্যমে জাতিকে মেধাশুন্ন করার অপচেষ্টা চলছে
সব নাগরিকের এই স্লোগান চাই,
কৌটা প্রথার অবসান চাই,
মেধাবীদের মূল্যায়ন চাই
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন