খৃষ্টান মিশনারীদের তৎপরতা এবং বর্তমান পরিস্থিতি (পর্ব - ১)

লিখেছেন লিখেছেন আবদুস সবুর ২৯ এপ্রিল, ২০১৪, ০৫:৫৭:০৩ বিকাল

খ্রিস্টধর্ম প্রচারক জেমের বলেন, ‘তোমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো, মুসলিমকে ইসলাম থেকে বের করা। যেন সে এমন এক সৃষ্টে পরিণত হয়, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই।’ [1]

১৯৮৬ সনের পরিসংখ্যানে সুপষ্ট যে, মিডিয়া ও যোগাযোগ খাতে ধর্ম প্রচারের জন্য ব্যয় ১১৯৬৫ ডলার পৌঁছে গেছে। [2]

প্রখ্যাত খ্রিস্টধর্ম প্রচারক হেনরী জেসব বলেন, খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে শিক্ষা হলো লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম মাত্র। আর সেই লক্ষ্য হলো, মানুষকে মাসীহের নেতৃত্বে নিয়ে আসা, আর তাদের এমনভাবে শিক্ষা দেয়া যেন তারা মাসীহী জনগণে পরিণত হয়; পরিণত হয় মাসিহী গোষ্ঠীতে। [3]

মিশনারি দল হলো বিভিন্ন ধর্মীয় দল, যারা শিক্ষা-চিকিৎসা ইত্যাদি সেবার মাধ্যমে বা সরাসরি ইঞ্জিল প্রচারের কাজ করেন। [4]

►►►কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

ক. ইন্দোনেশিয়ায় গত চল্লিশ বছরে খ্রিস্টানদের মোট সংখ্যা ১.৩ মিলিয়ন থেকে ১১ মিলিয়নে উন্নীত হয়েছে।[5]

খ. ১৯৬০ এর পূর্বে নেপালে কোনো খ্রিস্টান অফিশিয়ালি বসবাসের সুযোগ পেত না। এখন সেখানে ৭৫টা জেলার সবগুলোতে চার্চ আছে প্রায় অর্ধ মিলিয়ন খ্রিস্টান জনসংখ্যা নিয়ে।[6]

গ. Book of Acts-এ একজন চার্চ লিডার তার বন্ধুকে লিখেন, ‘তোমাদের শক্তিশালী প্রার্থনায় প্রভু জানুয়ারী থেকে জুনে ২০০৬ এর মধ্যে ৪৪৫২ জনকে রক্ষা করেছেন (ধর্মান্তর করেছেন) এবং ১৫০টা চার্চ স্থাপন করেছেন। প্রার্থনার অনুরোধ : আমাদের লক্ষ্য ২০০৬ এ ৩০০ চার্চ স্থাপন করা এবং ৯০০০ মানুষকে রক্ষা করা (ধর্মান্তর করা)।’[7]

ঘ. ১৮৮১ সনে বাংলাদেশে প্রতি ৬০০০ মানুষে একজন খ্রিস্টান ছিল। ২০০০ সনে তা এসে দাঁড়ায় ১১ জনে একজন। ২০১৫ তে তাদের লক্ষ্য হলো প্রতি তিনজনে একজন।[8]

ঙ. ২০০৫ এ ভারত ছিল পৃথিবীর ৭ম বৃহত্তম খ্রিস্টধর্মী দেশ। ২০২৫ এ তা ৫ম এ উন্নীত হবে।[9]

চ. আর ২০০৫ এ ভারত ছিল পৃথিবী ২য় বৃহত্তম মুসলিম দেশ। যা ২০২৫ এ ৩য় তে চলে যাবে।[10]

ছ. আশার কথা হলো, পৃথিবীর ১০ বৃহত্তম খ্রিস্টধর্মী দেশের তালিকায় বাংলাদেশ নেই। আর বৃহত্তম মুসলিম দেশের তালিকায় ২০০৫ এ বাংলাদেশ ৩য়, কিন্তু ২০২৫ এ ২য় হয়ে যাবে।[11] তবে ভারতের মিডিয়া ও বিভিন্ন প্রভাব বাংলাদেশকে কোথায় দাঁড় করায় সেটাই দেখার বিষয়।

জ. ১৫ জানুয়ারি ২০১২-এর হিসাব মতে ইন্টারনেটে মোট পেইজের সংখ্যা ৮.৩৫ বিলিয়ন (৮৩৫ কোটি)।[12] তবে দুঃখের বিষয় হলো, ইন্টারনেটে প্রতি সেকেন্ডে ২৮,২৫৮ জন ব্যবহারকারী অশ্লীল পেইজ ভিজিট করে থাকেন।[13]

ঝ. ৭৫০ জন মুসলিম থেকে ক্রিস্টান কনভার্টের ওপর একটি জরিপ করা হয়। যা থেকে ৫টি কারণ উদঘাটন করা হয়, যে কারণে তারা ধর্ম পরিবর্তন করেছেন।

১. খ্রিস্টানদের জীবন-যাপন পদ্ধতি। ২. প্রচলিত ইসলামের প্রতি অনাগ্রহ এবং ৩. বাইবেলের ভালবাসার দীক্ষা।[14]

►►►কিছু সংবাদ শিরোনাম

ক. বাংলাদেশে খ্রিস্টান মিশনারীদের গরিব হিন্দু-মুসলিমদের খ্রিস্টানধর্মে ধর্মান্তরিত করার অপপ্রচেষ্টা।[15]

খ. ময়মনসিংহে ৫৫ মুসলিমকে ধর্মান্তরের চেষ্টা : ৩ ধর্মযাজক আটক।[16]

গ. পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র : সেনা সদরের হুঁশিয়ারি।[17]

ঘ. দামুড়হুদায় চিকিৎসা সেবার নামে খ্রিস্টানধর্ম প্রচারের সময় ৬ জন আটক।[18]

ঙ. পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল গড়তে বিভিন্ন তৎপরতা।[19]

চ. তানোরে সাঁওতাল সমপ্রদায় ধর্মান্তরিত হচ্ছে।[20]

ছ. পার্বত্য চট্টগ্রামে ব্যাপক ধর্মান্তরকরণ নিয়ে প্রশ্ন : খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলই কি লক্ষ্য?[21]

তথ্যসূত্র :→

[1] তানসীরুল মুসলিমীন, পৃ. ২০

[2] মাজাল্লাতুদ দা’ওয়া আস-সুউদিয়া, সংখ্যা: ১৬৬৪

[3] ইঞ্জিনিয়ার আহমদ আবদুল ওয়াহহাব, হাকীকাতুত তাবশীর বায়নাল মাযী ওয়াল হাযির, মাকতাবাতু ওয়াহবা, কায়রো, মিসর (প্রথম সংস্করণ: ১৪০১ হি. = ১৯৮১ খ্রি.), পৃ. ১৬৬}

[4] http://en.wikipedia.org/wiki/Missionary

[5] http://prayerfoundation.org/-এর সূত্র মতে Operation World

[6] http://prayerfoundation.org/-এর সূত্র মতে Operation World

[7] http://prayerfoundation.org/-এর সূত্র মতে Vision 2020

[8] Challenges of Islamic Dawah inBangladesh, নেয়া হয়েছে: Nuruzzaman, Bangladesh in the Web of Creeping Colonialism, পৃ. ৬৪

[9] http://www.worldchristiandatabase.org

[10] http://www.worldchristiandatabase.org

[11] http://www.worldchristiandatabase.org

[12] http://www.worldwidewebsize.com/

[13] http://internet-filter-review.toptenreviews.com/internet-pornography-statistics.html

[14] http://www.christianitytoday.com/

[15] দৈনিক আমারদেশ, ২৭ মে ২০১০, http://www.amardeshonline.com/pages/details/2010/05/27/33826

[16] সাপ্তাহিক সোনার বাংলা, ১৫ এপ্রিল ২০১১, http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=1108

[17]সাপ্তাহিক সোনার বাংলা, ৯ এপ্রিল ২০১১, http://weeklysonarbangla.net/news_details.php?newsid=956

[18] দৈনিক আমারদেশ, ১২ আগস্ট ২০১১, http://www.amardeshonline.com/pages/details/2011/08/12/98820

[19] দৈনিক আমারদেশ, ৯ আগস্ট ২০১১, http://www.amardeshonline.com/pages/details/2011/08/09/98153

[৩৭] দৈনিক আমারদেশ, ১৩ আগস্ট ২০১১, http://www.amardeshonline.com/pages/details/2011/08/13/98854

(ধন্যবাদ ইউসুফ সুলতান ভাই)

বিষয়: বিবিধ

২১১২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215010
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
হতভাগা লিখেছেন : হোক না সবাই খৃষ্টান ! তাতে কি তারা আল্লাহর কোন কিছু করতে পারবে বা এতে আল্লাহর কি কোন কিছু যায় আসে ?

আল্লাহ তাহলে সবাইকে দোজখে পুরবেন । আল্লাহর কাছে ইসলামই হল একমাত্র মনোনিত ধর্ম এবং এ ছাড়া আর কিছুই গ্রহন করা হবে না ।
215074
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশে যারা খৃষ্ট ধর্ম গ্রহন করছে তাদের বেশিরভাগই অর্থলোভে অথবা নিরাশ্রয় হয়ে খৃষ্টধর্ম গ্রহন করছে।
230582
০৪ জুন ২০১৪ বিকাল ০৫:৩৭
মোহাম্মদ রিগান লিখেছেন : আপনার কথা শুনে ভাল লাগলো
331975
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৪
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : জাযাকাল্লাহ , চালিয়ে যান ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File