নরেন্দ্র মোদী বলতে পারলে আমরা মুখ বন্ধ রেখেছি কাকে খুশী করতে?

লিখেছেন লিখেছেন বিবেক ২৯ এপ্রিল, ২০১৪, ০৫:৫৭:০৩ বিকাল



নরেন্দ্র মোদী বলেছেন, ‘ভারতে ঢুকে আসা বাংলাদেশিরা বিছানা, বালিশ গুছিয়ে তৈরি থাকুন। ১৬ মের পর তাদের এদেশ থেকে তাড়ানো হবে’।

এই কথা শুনে মুক্তিযুদ্ধের নাচুনে রূপকার, ঘটিয়াল আওয়ামী সরকারের চেতনা কোথায় হারিয়ে গেল বুঝতে পারলাম না। এদের চেতনা বাড়ার জন্য শুধুমাত্র কি ‘পাকিদের’ হাত লাগতে হয়? দাদাদের হাত, ঠ্যাং কিছু লাগলে সেই চেতনা উঠেনা কেন জানতে ইচ্ছা করে!

বাংলাদেশ সরকারকেও দেশের অভ্যন্তরে লুকিয়ে ভারতিয় দাদাদের বিতাড়নে কমিটি করা উচিত। সরকার যদি করতে না চায়, (চাইবে না কেননা তারাই হাসিনাকে গদীতে বসাইয়াছে) তাহলে পাড়ায় মহল্লায় কমিটি গঠন করে এসব আকাটা দাদাদের বের করে গন ধোলাইয়ের মাধ্যমে বর্ডার পার করে দেওয়া। প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের পবিত্র কর্তব্য ও দায়িত্ব।

বাংলাদেশ সরকার চিরুনী অভিযান চালালে ঢাকা শহরেই কমপক্ষে ১০ লাখ ভারতীয় নাগরিক পাকড়াও করা সম্ভব হবে! যারা একবার ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকে ভিসা নবায়ন না করে ওভার স্টে করছে। সরকার ভারতপ্রীতির কারণে এটা দেখেও না দেখার ভান করে। এরা গুরুত্বপূর্ন চাকুরী গুলো বহু বেতনে করে, অথচ সমান যোগ্যতা থাকার পরও দেশের ছেলেরা এসব চাকুরী থেকে বঞ্চিত থাকছে।

এ ধরনের একলাখ ভারতীয় চটক দার দাদার যে আয়, সে আয় দিয়ে ৫ লাখ সাধারণ মানুষ চলতে পারবে। ঢাকার বারি ধারাকে তো দাদাদের গ্রাম বললেই চলে। পুরো বারিধারা ঘেরাও করলে যত আকাটা ধরা খাবে, দেখা যাবে তার ৯৫ শতাংশেরই বৈধ কাজগ পত্র নাই।

তাই দেশের জনগন সময় এসেছে, নরেন্দ্র মোদি বলে দিয়েছে, আমাদের ও বলতে হবে। আমাদের বুঝতে হবে ভারত কখনও বাংলাদেশের বন্ধু ছিলনা ভবিষ্যতেও হবেনা। তাই তাকে প্রকাশ্য দুষমন ও শ্রেষ্ট্রতম প্রতারক মনে করেই নিজেদের রাস্তা তৈরী করতে হবে। এদের মোকাবেলার জন্য শুধু সাহস আর অটুট বিশ্বাসই যথেষ্ট। পৃথিবীতে এরা কোনদিন বিজীত হতে পারেনি।

হিনমণ্য, হিংসা, বিদ্ধেষ, নীচুতার জন্য পাঁচ হাজার বছর এই হিন্দুরা বিভিন্ন জাতি গোষ্টি দ্ধারা শাসিত হয়েছে। ১৯৪৮ সালে প্রথম বার তারা স্বাধীনতার স্বাদ পায়। তবে ওরা ভীত, নোংরামী ছাড়া এদের কোন ঐতিহ্য নাই, নষ্টামী ছাড়া কোন কাহিনী নাই, ধূর্তামী ছাড়া এদের কোন যোগ্যতা নাই। তাই ঘরে ঘরে মহল্লায় মহল্লায় মানুষকে বলুন আর ভারতীয় দাদাদের চিহ্নিত করুন। বের করে দেবার জন্য সামনে ভাল সুদিন আসছে।

বিষয়: বিবিধ

১৮৮৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214955
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ মে ২০১৪ সকাল ১০:৪৮
164068
বিবেক লিখেছেন : ধন্যবাদ
214959
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
বেআক্কেল লিখেছেন : ভারত দাদারা আমামীলীগের মাদের ধইরা কর্ষন করিলেও তারা তৃপ্ত হইয়া যায়, পাকিরা হাত লাগাইলেও ত্যাজ পাইয়া লাফ দিয়া উঠে। শেখ মুজিবের যেমন দেশপ্রেম আছিল না আমামীলীগের সকল ছাও পাও নগদ লাইগা নিজের কন্যা মাকেও পতিতালয়ে বেইচা দিতে পারে।
০১ মে ২০১৪ সকাল ১০:৪৮
164069
বিবেক লিখেছেন : ধন্যবাদ
215004
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বাংলাদেশী মুসলিমদের কপালেই ভাত জুটে না, তো ভারত থেকে এখানে কে মরতে আসবে?

ফেলানির বাবা কই? ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। দেখাযাক আল্যা আপনাদের পোড়া কপালে কি রেখেছেন।
০১ মে ২০১৪ সকাল ১০:৫০
164070
বিবেক লিখেছেন : আপনার আস্ফালন আমার লিখার বস্তুনিষ্টতাকে সত্য বলে প্রমানিত করেছে। এই সরকারের চরন ধুলি নিযা আপনারা ভারতীয়রা আপাতত পাছায় গরম নিচ্ছেন, সুদিন সর্বদা থাকেনা।
215032
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:১২
সবুজেরসিড়ি লিখেছেন : না ভাই কিছু বলা যাবে না যদি বন্ধুত্ব নষ্ট হয় . . .
০১ মে ২০১৪ সকাল ১০:৫০
164071
বিবেক লিখেছেন : ধন্যবাদ
215057
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩২
হতভাগা লিখেছেন : বাংলাদেশে বসবাসরত ভারতীয়দের এদেশ থেকে বিদায় করে দিতে হবে । এসব ভারতীয়দের চেয়ে ঢের ভাল যোগ্য লোক বাংলাদেশে আছে ।
০১ মে ২০১৪ সকাল ১০:৫১
164072
বিবেক লিখেছেন : অনেক ধন্যবাদ
215121
৩০ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৯
Mujahid Billah লিখেছেন : কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
০১ মে ২০১৪ সকাল ১০:৫১
164073
বিবেক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File