ডাঃ জাকির ও পিস টিভি মধু মাখা বিষ বিলাচ্ছে !!!!!!!
লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:১৬:১১ বিকাল
আচ্ছা ধরুন বাইতুল মুকাররম মসজিদের খতিব যদি একদিন জুমার নামাজে অথবা কোন মাহফিলে শার্ট প্যান্ট টাই পরিধান করে অথবা টুপি ছাড়া খালী মাথায় যায় এবং বলে আমি এমন ভাবেই আজ নামাজ পড়াব অথবা বয়ান করব তাহলে আপনারা তাকে মেনে নিবেন বক্তা বা ইমাম হিসাবে?যদি না মেনে নেন তাহলে জাকাত টিভির জাকাত সাহেব কে কেন মানেন ? কেন তাদের কথা এত ভালোলাগে যারা ইচ্ছাকৃত ভাবেই টুপি মাথা থেকে খুলে লেকচার দিতে আসে । ??? আসলে এরা ইহুদীদের দালাল।
বিষয়: বিবিধ
২২৫৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষকে সম্মান করুন ।
মানুষকে সম্মান করতে শিখুন যদিও তার সাথে আপনার দ্বিমক থাকতে পারে।
এভাবে প্রমানহীন ভাবে এরকম দালাল বলার দ্বারা আপনার দাবী ইসলামের শিক্ষার বাইরে।
পূর্ণ প্রমান সহকারে বলুন দালাল অন্যথায় মুসলমানদের মধ্যে ফিতনা সৃস্টি বন্ধ করুন।
১। কোন প্রকার তথ্য প্রমান ছাড়া, শুধু মাত্র ড্রেস দেখে কাউকে ইহুদীর দালাল বলে দিলেন! অথচ আল্লাহর রাসুল (সাঃ) বেশীর ভাগ সময় একটি চাদর নীচে পড়তেন আরেকটি চাদর উপরে পড়তেন। কোন ইমামেরা এটা পড়েনা বলে কি আপনি তাদের দালাল বলবেন?
২ বর্তমান বায়তুল মোকাররমের ইমামের পিছনে অনেকে নামাজ পড়েনা বেদাতীদের দালাল বলে, অথচ ওনার গায়ে ইসলামী পোশাক আছে, আপনি কি তাকে দাদাল মনে করেন?
আমি কোন জনকেই দালাল মনে করিনা। দুই জনেই ইসলাম মেনে চলেন, আর এক্ষেত্রে জাকির নায়েক একজন ইসলামী পণ্ডিত ব্যতীত আর কিছুই নয়। চোখ বন্ধ করে নামাজ পড়ে যান, নামাজ ইনশায়াল্লাহ কবুল হবে।
আসলে এরা ইয়াহুদীদের দালাল
আপনার উল্লেখিত উদৃতি থেকেই আপনার আসল পরিচয় পাঠকদের কাছে কিছুটা পরিস্কার হয়ে যাচ্ছে। আমি ঠিক জানি না আপনি ব্যক্তিগত জীবনে ইসলামী বিধি বিধানের কতটুকু মেনে চলেন। তবে কোন ঈমানদার মুসলমানের চরিত্র এমন হওয়ার কথা নয় যে, কথা বলার সময় কাউকে কটাক্ক ও বিদ্রুপাত্মাক মন্তব্যর মাধ্যমে ঘায়েল করতে হবে। এটা হতে পারে আপনার অন্তরে যদি কারো প্রতি ঘৃণা থাকে তার বহিঃপ্রকাশ। কিন্তু আপনার নিজস্ব ঘৃণাবোধকে ইসলামের মানদন্ডে প্রচার করলেন। তাও আবার শরয়ী কোন দালিলিক প্রমাণ ছাড়া!!!
আপনি কোন মসজিদের ইমাম সাহেব কি ধরনের ড্রেস পরিধান করেছে তার রেফারেন্স না দিয়ে বরং ইসলামী বিধান তথা কোরআন-সুন্নাহর আলোকে মুসলমানদের ড্রেসকোড কি ধরনের হওয়া উচিত তার বিস্তারিত বর্ণনা দিয়ে ডাক্তার সাহেবের পরিধেয় পোষাকের সমালোচনা করলে সবার জন্য শিক্ষনীয় বিষয় হতো। আমরাও যারা ড্রেস পরিধানের ক্ষেত্রে ভূল ভ্রান্তিতে আছি তাও শোধরিয়ে নিতে পারতাম। ঈমানদার মুসলমান মাত্রই জানেন যে তার দুনিয়াবী জীবনের প্রতিটি কর্মকান্ডের জররা জররা হিসেব দিতে হবে মৃত্যুর পর কবরে গেলে। কেউ যদি ইয়াহুদী-খ্রীস্টান বা অন্য কোন কুফরী শক্তির পক্ষাবলম্বণ করে দালালী করে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টিতে নিয়োজিত থাকে তবে তা মোনাফিকির পর্যায়ে পড়ে। আপনার কাছে কি এমন কোন প্রমাণ আছে যাতে ডাক্তার জাকির নায়েক ইয়াহুদীদের দালালীতে নিয়োজিত রয়েছেন? মৃত্যুর পর কবরের হিসেব থেকে যেমন ডাক্তার জাকির নায়েক জবাবদিহিতা থেকে পার পাবেন না তেমনি আমি আপনি কেউ ই এই জবাবদিহিতা থেকে রেহাই পাবো না। সুতরাং কারো ফালতু ও মন ভোলানো কথায় কান না দিয়ে নিজের বিবেগ দিয়ে চিন্তা করে দেখুন আসলে কোন কথাটি ঠিক? কার কথাটি সঠিক ও যুক্তি সংগত?
মহান আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক।
আমি মন্তব্যে করার করার আগে এই ব্লগের লেখকের আরো দুয়েকটি ব্লগের প্রতি নজর দিয়েছি। এবং ব্লগে এটাস্ট করা তার ছবিটার প্রতিও খেয়াল করেছি। তার পরেই আমার মন্তব্য টাইপ করেছিলাম।
আমার কথাটা একটু বেশী কড়া মনে করছেন মনে হয়!!!
সর্টকার্ট করে বলেছিলাম। উলুবনে মুক্তা ছড়াতে চাই নি তাই একটু কড়া হয়ে গেছে।
আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
এসব নিয়ে লিখতে তেমন দলিল লাগেনা- তাই লেখাপড়া না করেও লেখা চালিয়ে যেতে পারবেন!!
আপনার জ্ঞানভান্ডার সমৃদ্ধ ও বিকশিত হোক, মানবসমাজের কল্যানে আসুক- এ দোয়াই করি!!
এই আকিদা যার আছে তারা কি মুসলিম ? আল্লাহকে পরাজিত করে রূহ নিয়ে এসে মানুষ জীবিত করে ? কিন্তু সেই বুজর্গ জীবিত নেই ।।
১) আল্লাহর রাসুল (সা.) কি সবসময় টুপি পড়তে আদেশ দিয়েছেন ? কোন হাদীসে এ আদেশটি আছে ?
২) জাকির নায়েক তো ইহুদীদের দালাল । তো, তার বক্তব্য শুনে প্রতিদিন কী পরিমাণ মুসলমান ইহুদী ধর্ম গ্রহণ করছে ?
মন্তব্য করতে লগইন করুন