কওমি মাদরাসা কোন কারো বাপের সম্পত্তি নয় , যে চাইলে তা বন্ধ করে দিবে। শুধু শুধু এসব আগডুম বাগডুম কাহিনী করে আলেম ওলামাদের রক্ত গরম করবেন না।
লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ১০ অক্টোবর, ২০১৩, ০৭:২৪:১৭ সন্ধ্যা
সরাকারের হেফাজত
বা কওমী মাদরাসার
বিরুদ্ধে সকল ষড়যন্ত্র
একে একে ভেস্তে যাওয়ায়
তারা পাগলা কুকুর হয়ে গেছে। শুধু
ছুতা খুজছে যে, কিভাবে ইসলামপন্থীদেরকে
ফাসানো যায়।
তারই জের ধরে চট্টগ্রামের
লালখান বাজার মাদরাসায়
অনাকাঙ্তি ও আকষ্মিক
ভাবে ঘটে যাওযা ল্যাপটপ বিষ্ফোরণকে ভিন্ন
খাতে চালানোর
মাধ্যমে তারা তাদের মিশন শুরু
করেছে।
কারণ তাদের অসভ্যতা,
নাস্তিকতা ও বেহয়াপনার পরিকল্পনা বাস্তবায়ন ও ভারতের
পদ লেহনের এক মাত্র
বাধা হ্চ্ছে এই''কওমী ওলামায়ে ক
তাই যে ভাবেই হোক
তাদেকে রুখতে হবে এই
মানসিকতা নিয়ে তারা ষড়যন্ত্রে জাল বিস্তার করে চলেছে।
স্পষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও
তারা তাদের নিকৃষ্ট চরিত্র
প্রদর্শন করছে।
সকালে প্রশাসনের লোক এসে বলল
যে, এটা ল্যাপটপ বিষ্ফোরণ।
তারাই আবার বিকেলে এসে বলছে গ্রেনেড
বিষ্ফোরণ!!!
-- হায় হায এ কেমন শয়তানি!(?)
এ কেমন নোংরামী!(?)
বস্তুত তারা আল্লাহর সাথেই যুদ্ধ
লিপ্ত হয়েছে। ল্যাপটপের খন্ড বিখন্ড অংশ এবং ভাঙ্গা বালতি ও
থালা বাটিকে বলছে গ্রেনেডের
অংশ।
নাটক সাজাতেও জানেনা এ
মুর্খের দলগুলো। আর যারজ হলুদ
মিডিয়া ও আওয়ামীলীগের
লোকেরা তাদের ইন্ধন দিচ্ছে।
মনে হচ্ছে তারা এতো দিনে আকাশ
চাদ হাতে পেয়েছে। (!) তাদের যদি এতোই দেশপ্রেম
উথলে ওঠে তাহলে কেন
রানা প্লাজা ধসের কুখ্যাত মুল
হোতাদের বিচার
না করে বরং তাদরে জামাই
আদরে রাখা হয়েছে? মানুষ ও
ভুমি খেকো হায়েনা রুপি রানাকে
জবাই বা শূলে চড়ানো হয়না?
যে নাকি ইচ্ছা কৃত ভাবে এই
দূর্ঘটানা সৃষ্টি করে হাজার
হাজার তাজা প্রাণ ধ্বংস করেছে।
কেন তাজরীণের শ্রমিক
হত্যাকারীদের
ফাসি দেওয়া হয়না?
গত ০৭ অক্টোবরে ল্যাপটপ
বিষ্ফোরণে আইন প্রতিন্ত্রীর ভাগ্নে নিহত হয়েছে এবং গত
শুক্রবার ৭১
টিভি অফিসে ল্যাপটপ বিষ্ফোরণ
হয়। কই
এগুলো নিয়ে তো মাতামাতি হয়
নি। যত গন্ধ শুধু কওমী মাদরাসায়!!!!!!
(?) আসলে গ্রেনেড - বোমা এসব
কিছু নয়। ওদের মুল টার্গেট হল
কওমি মাদ্রাসা বন্ধ করা।
আমরা স্পস্ট করে বলতে চাই
কওমী মাদরাসা হচ্ছে জাতিয় উদ্যোগে, জাতিয় অর্থে, জাতী ও
দ্বীনের সেবায় সদা নিয়োজিত।
সুতরাং এই কওমী শক্তিকে কখনোই
দমানো সম্ভব নয়। আজ যাদের
কারণে ইংরেজদের কবল
থেকে রক্ষা পেয়ে শান্তিতে বসবা করছ তাদরে বিরুদ্ধাচারণ করছ!!!
আসলে তোমরা তোমাদের
পায়ে কুঠারাঘাত করছ। মনে রেখ
কওমীরা ইংরেজদের ন্যায়
তোমাদেরকেও ধুলিস্যাৎ
করে দিতে পারে।
আমরা নির্দোষ
আমাদেরকে জঙ্গি বলে অপবাদ
দিচ্ছ।(?) দাও তাতে সমস্যা নেই
কিন্ত
আমাদেরকে জঙ্গি হতে বাধ্য
করোনা। তাহলে পরিণাম ভাল হবেনা।
তোমরা এক মাদরাসা বন্ধ করেছ।
আমরা প্রয়োজনে সকল
মাদরাসা বন্ধ করে তোমাদের
ধ্বংস করতে নেমে পড়ব।
তোমরা আগুন নিয়ে খেলছ। এ আগুনেই তোমাদের
পুড়ে মরতে হবে।
উই পোকার মৃত্যুর সময়
ঘনিয়ে আসলে লাফ
দিয়ে সে নিজেই
অগ্নিতে ঝাপিয়ে পড়ে অবশেষে মর
হয়। তোমরাও তাই করছ।
তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা যতোই ষড়যন্ত্র করো (!)
আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত
হয়ে কোন কালে-ই কেউই
বিজয়ী হও নি এবং হবেও না।
নিজেদের মৃত্যুকূপ নিজেরাই খনন
করছ।
এদেশ ______ ইসলামপন্থীদের,
কওমী ওলামাগনের।
তোমাদের যখন মরার শখ
উঠেছে যখন দাদাদের
দেশে গিয়ে মরগে না। শুধু শুধু
আলেমদের হাত কেন নাপাক করতে চাইছ ?
""কওমী মাদরাসা ছিল,
কওমী মাদরাসা আছে, কেয়ামত
পর্যন্ত
কওমী মাদরাসা থাকবে ইনশাআল্ল
মোবাইল দিয়ে পোষ্ট করেছে... কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন