লিডার অফ দ্যা গ্রেড!

লিখেছেন লিখেছেন জাহিদ সারওযার সুমন ১৯ জুন, ২০১৩, ০৭:৫০:৩৮ সন্ধ্যা

কয়দিন আগে এক

রেস্টুরেন্টে খাওয়ার সময়

দেখি এক ছেলে রুটি খাচ্ছিল

সাথে সবজি। হঠাৎ

সবজিতে একটা পোকা পাওয়ার

সে কিছু না বলেই উঠে চলে গেল, আমিও

খেতে না পেরে উঠে চলে আসি।

আজ আবার

রেস্টুরেন্টে গিয়ে খেতে বসছি।

হঠাৎ দেখি এক ছেলে চিৎকার

চেচামেচি করে রেস্টুরেন্টের বয়কে ধুম ধাম গালি দেয় আর

কয়টা থাপ্পড় ।

পরে জানতে পারলাম

ভাতে নাকি চুল পেয়েছে।

ছেলে দুইটাই ভার্সিটিতে পরে,

তফাৎ হল পরেরজন বিশেষ একটা দল করে। মন চাইছিল আমিও

তাকে দুইটা থাপ্পড় দেই।

বাড়িতেও একদিন

আমি খাবারে চুল পেয়েছিলাম,

হতেই পারে। তার যদি এতোই ভাব

তাহলে সে ফাইভ-স্টার হোটেলে গেলেই পারে।

আরে ব্যাটা ছাগল, এইসব

কমদামী রেস্টুরেন্টে খাইলেতো এ

তোর ভাল না লাগলে আসিস না।

আবার যখন হলের ক্যান্টিনে ফাও

খায় তখন এইসব লিডারদের ভাব থাকে না। অথচ হলের

রান্না করা সবজির ভিতরের

পোকাগুলা প্রান

বাচাতে পালাবার সময়টাও পায়

তার আগেই তাদের গরম পানিতে..

বিষয়: বিবিধ

১০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File